Advertisement

Jhargram-এ সেই রামলালের লেজে টান, শিস, পিছনে ধাওয়া... অমানবিক ভিডিও !

ঝাড়গ্রামে হাতিকে উত্যক্ত করছে সাধারণ মানুষ। দেখা নেই বন দফতরের। এই ভিডিওয় দেখা যাচ্ছে, এক হাতির পিছনে ধাওয়া করছে উশৃঙ্খল জনতা। লেজ টানার চেষ্টাও করলেন একজন। সেই হাতি আবার গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তাও শুঁড়ে করে তুলে নিল। এই গোটা বিষয়টি যখন ঘটছে, তখন বন দফতরের কোনও খোঁজ নেই। এই হাতিটি বনের নয়, তার নাম রামলাল। এ তল্লাটে মোটামুটি সবাই চেনে তাকে। ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Advertisement
POST A COMMENT