যেন অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে বসে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। পরনে সাদা রঙের শাড়ি। পুত্র মোদীর সঙ্গে কথায় মশগুল হীরাবেন। তবে এ কোনও ছবি নয়। মোমের মূর্তি। কারিগর বাংলার ভাস্কর সুশান্ত রায়। জানা গিয়েছে,জয়পুর ওয়াক্স মিউজিয়ামে রাখা হবে এই মূর্তি।