আচমকা বিকট শব্দে কেঁপে উঠলো চারিদিক। কোথায় আওয়াজ খুঁজতে ছুটে বেরিয়ে এলেন আশপাশের লোকজন। দেখেন স্থানীয় একটি বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে।
রবিবার ভরদুপুরে বোমা ফাটার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের আলসিয়াটোলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটিতে বোমা ফেটেছে সেই ব্যক্তির বসতবাড়ির টিনের ছাউনি ফেটে উপর থেকে কিছুটা অংশ উড়ে গিয়েছে।
আলসিয়াটোলা গ্রামের ওই ব্যক্তির নাম আব্দুল সালাম। ঘটনায় সালাম ও তার পরিবার আতঙ্কে কাঁপছে। যদিও পুলিশ এখনও কোনও ঐক্যমতে আসেনি।
বোমাটি বাইরে থেকে কেউ নিক্ষেপ করেছে নাকি চক্রান্ত করে বাড়ির ভিতরে রেখে গিয়েছিল,এ নিয়ে এখনও ধন্দে রয়েছেন বলে জানিয়েছেন বাড়ির মালিক।
বাড়ির মালিক ও তাঁর স্ত্রী রোশনারা বিবির দাবি, সম্ভবত বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে। কারণ বাড়িতে ঢুকে কেউ বোমাটি ফেলেনি।
তবে কারও অজান্তে বাড়ির ভিতরে বোমাটি আগে থেকেই রাখা ছিল কি না, এমন সম্ভাবনারও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। এমনটাই জানিয়েছেন বাড়ির মালিক ও তার স্ত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা। সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে এদিনের ঘটনায় অবশ্য বাড়িতে থাকলেও ঠিক যেখানে ফেটেছে বোমাটি সেখানে কেউ না থাকায় কেউই জখম হননি। তবে বোমাটি বেশি ক্ষমতা সম্পন্ন না হওয়ায় ক্ষতিও কম হয়েছে।
বাড়ির গৃহিনী রোশনারা বিবি জানিয়েছেন, বিকট শব্দে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণের জন্য শ্রবণ শক্তি হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি বাড়িতে অনেক লোক।