scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast:গত ৫ বছরে Coolest নভেম্বর! কলকাতায় মরশুমের শীতলতম দিন আজ

Weather Forecast
  • 1/12

এই মুহূর্তে আমাদের রাজ্যে  উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করা  শীতল হাওয়ার প্রভাব বেড়েছে,  তাই তাপমাত্রা অনেকটাই কমেছে জেলায় জেলায়।

Weather Forecast
  • 2/12

এই মুহূর্তে আমাদের রাজ্যে  উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করা  শীতল হাওয়ার প্রভাব বেড়েছে,  তাই তাপমাত্রা অনেকটাই কমেছে জেলায় জেলায়।

Weather Forecast
  • 3/12

 দক্ষিণবঙ্গে এই মুহূর্তে  সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায়। পশ্চিমের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে ১৪.৫ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। 
 

Advertisement
Weather Forecast
  • 4/12

এই পরিস্থিতি  আগামী ১০ তারিখ অর্থাৎ বুধবার  পর্যন্ত চলবে।

Weather Forecast
  • 5/12

১০ নভেম্বরের  পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ,তখন তাপমাত্রা সামান্য বারবার সম্ভাবনা রয়েছে রাজ্যে ।

Weather Forecast
  • 6/12

ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে।  সকালের দিকে স্বাভাবিকভাবেই শীতের অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই তা উধাও হবে।

Weather Forecast
  • 7/12

কলকাতাতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি । যা স্বাভাবিতের ৩ ডিগ্রি কম।
 

Advertisement
Weather Forecast
  • 8/12

গত ৫ বছরে এটাই ১০ নভেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলছে হাওয়া অফিস। 
 

Weather Forecast
  • 9/12


এর আগে ২০১৬ সালে ১০ নভেম্বরের মধ্যে  সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। তারআগে ২০০৫ সালের ৬ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
 

Weather Forecast
  • 10/12

হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। হাল্কা কুয়াশা থাকবে, তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Weather Forecast
  • 11/12

পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও আবহাওয়া শুকনো থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।
 

Advertisement
Weather Forecast
  • 12/12


আগামী পাঁচ দিন  রাজ্যে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement