scorecardresearch
 
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: পাহাড়ে দেখা নেই বৃষ্টির, উত্তরবঙ্গ থেকে কি বিদায় নিল বর্ষা ?

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 1/8

দিনভর চড়া রোদ উত্তরবঙ্গের সমস্ত আর্দ্রতা শুষে নিয়েছে। রবিবার ছুটির দিন গলদঘর্ম হতে হয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের। তার মধ্যে দু এক জায়গায় ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও তা মাটিতে পড়তেই শুকিয়ে গিয়েছে।

 

 

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 2/8

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আপাতত তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত শুকনোই থাকবে রাজ্যের উত্তরের আট জেলা। 


 

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 3/8

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 4/8

বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সম্ভাবনা আসলে 'বৃষ্টি হবে না' এরই নামান্তর বলে বেসরকারিভাবে বলা হয়েছে।

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 5/8

আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা না বাড়লেও রোদের ঝাঁঝে প্রকৃত তাপমাত্রার চেয়ে ঢের বেশি তাপ অনুভূত হচ্ছে।

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 6/8

তবে যতই বৃষ্টির সম্ভাবনা না থাক, উত্তরবঙ্গে প্রায়ই দু-তিন দিন অন্দর বিকেলের দিকে আচমকা কয়েক পশলা বৃষ্টির প্রবণতা রয়েছে। তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 7/8

পাহাড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ধসের সম্ভাবনাও কমছে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে দিন ১৫-র মধ্যে হালকা ঠান্ডা ঢুকে পড়বে।

উত্তরবঙ্গেরর আবহাওয়ার পূর্বাভাস
  • 8/8

লাগোয়া সমতলে আপাতত বাতাসের জলীয় বাষ্পই মানুষকে অস্বস্তিতে রাখবে। পুজো পর্যন্ত আর তেমন কোনও দুর্যোগের সম্ভাবনা নেই বলেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।