সফল বন্দেভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান। সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দুপুর 2 টো নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় ট্রেনটি। রেল সূত্রের খবর, ট্রেনটির গতিবেগ হবে ঘন্টায় ১৩৫ কিলোমিটার। তবে নিউ জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত রেল লাইনের উন্নতিকরনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এটি আপাতত এই রুটে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে। ট্রেনটিকে দেখতে রেল আধিকারিকদের পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। এক ঝলকে দেখে নিন ট্রেনটির বাইরে থেকে ভেতর, ঠিক কেমন দেখতে।
Know About The Speed and Features Of Howrah-New Jalpaiguri Vande Bharat Express