নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত দু'নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়ার এক গৃহস্থবাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ৫ ফুটের একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ।
বুধবার সকাল এগারোটা নাগাদ বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে বাড়ির পাঁচিলের কোনার একটি গর্তে ঢুকে থাকতে দেখেন বাড়ির বাসিন্দারা। এর পরেই বাড়ির সদস্যরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি ফোন করা হয় বনদফতরকে।
শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছে বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দী করেন। এ বিষয়ে অনুপম সাহা জানান, শীতকালে এই ধরনের বিষাক্ত সাপগুলি গর্তের মধ্যে থেকে যায়, মাঝেমধ্যে রোদ্দুর তাপনোর জন্য বাইরে বেরিয়ে আসে। তবে এতে আতঙ্কের কিছু নেই। কারণ, সাপকে আঘাত না করলে নিজে থেকে কাউকে কামড়ায় না।
বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।