Kalyani Twin Tower Theme Durga Puja 2022: ষষ্ঠীতেই বন্ধ কল্যাণীর টুইন টাওয়ারের 'লাইট অ্যান্ড সাউন্ড', বাকি দিনগুলি কী হবে?

Kalyani Twin Tower Pandal: আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তমীতেও বৃষ্টি মাটি করতে পারে আনন্দ। সে ক্ষেত্রে আজও টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড দেখা থেকে বঞ্চিত হতে পারেন দর্শনার্থীরা। কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব কমিটির ৩০ তম বছরে পড়ল পুজো।

Advertisement
 ষষ্ঠীতেই বন্ধ কল্যাণীর টুইন টাওয়ারের 'লাইট অ্যান্ড সাউন্ড', বাকি দিনগুলি কী হবে?কল্যাণী টুইন টাওয়ার
হাইলাইটস
  • টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ হতে পারে 
  • মালয়েশিয়ার টুইন টাওয়ার
  • আজও বৃষ্টির সম্ভাবনা

জেলার পুজোগুলির (Durga Puja 2022) মধ্যে এ বছর সাড়া ফেলে দিয়েছে কল্যাণী আইটিআই মোড়ের (Kalyani Twin Tower Durga Puja) পুজো। তাদের থিম মালয়েশিয়ার টুইন টাওয়ার। চোখ ধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড ছাপিয়ে গিয়েছে কলকাতার অনেক বিগ বাজেটের পুজোকে। কিন্তু ভাইরাল হওয়া সেই টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়া হল ষষ্ঠীর সন্ধ্যাতেই। আজ অর্থাত্‍ মহাসপ্তমীতে কল্যাণী আইটিআই মোড়ের টুইন টাওয়ার প্যান্ডেলের লাইট অ্যান্ড সাউন্ড হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ হতে পারে 

আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তমীতেও বৃষ্টি মাটি করতে পারে আনন্দ। সে ক্ষেত্রে আজও টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড দেখা থেকে বঞ্চিত হতে পারেন দর্শনার্থীরা। কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব কমিটির ৩০ তম বছরে পড়ল পুজো। ১৫০ ফুট উচ্চতার টুইন টাওয়ার বানিয়ে নদিয়া তো বটেই গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছে কল্যাণী কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো কমিটি। গত তিন মাস ধরে প্রতিদিন ৬০ জন শ্রমিক ও শিল্পী মিলে তৈরি করছে টুইন টাওয়ারের আদলে পুজো মণ্ডপ। প্রায় ১২ হাজারেরও বেশি বাঁশের তৈরি স্ট্রাকচারের উপর তৈরি হয় টুইন টাওয়ার।

কল্যাণী টুইন টাওয়ার

মালয়েশিয়ার টুইন টাওয়ার

মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে প্যান্ডেলের পাশাপাশি কুয়ালামপুরের মতোই লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা করা হয়েছিল এই পুজোয়।  ষষ্ঠীর সন্ধ্যার বৃষ্টি দর্শনার্থীদের আনন্দ থেকে পুজো উদ্যোক্তাদের পরিশ্রম- সবকিছু ভেস্তে দিল। আজ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় যে দর্শনার্থীদের ঢল নামবে, তা বলা বাহুল্য।

আরও পড়ুন: Kolkata Durga Puja Theme 2022: শ্রীভূমি 'ভ্যাটিকান সিটি', বাকিদের? কলকাতার ১০ বড় পুজোর থিম

আরও পড়ুন: Durga Puja 2022 Pandel Hopping Route: কোন মেট্রো স্টেশনে নামলে কোন বড় পুজো কাছে হবে? রইল ম্যাপ

আরও পড়ুন: Durga Puja Theme Malaysia Twin Tower: বুর্জ খলিফার পর মালেশিয়ার বিশাল টুইন টাওয়ার, কোথায় হচ্ছে এই পুজোমণ্ডপ

Advertisement

আজও বৃষ্টির সম্ভাবনা

তাহলে কী এদিনও বৃষ্টি শুরু হলে বন্ধ থাকবে 'টুইন টাওয়ার'-এর লাইট অ্যান্ড সাউন্ড? এখন এমন প্রশ্ন-ই ঘুরপাক খাচ্ছে দর্শনার্থী থেকে পুজো উদ্যোক্তাদের মনে। যদিও এবিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছেন না তাঁরা। ইলেকট্রিশিয়ান এবং পুলিশের সঙ্গে কথা বলে, দর্শনার্থীদের নিরাপত্তা রেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ফলে পুজোর বাকি দিনগুলিতেও বৃষ্টি হলে টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড শো চলা নিয়ে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে।

POST A COMMENT
Advertisement