Bengal Rain Update:মায়ানমারে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব ক'টা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে।
তারা জানাচ্ছে, একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার অবস্থান দক্ষিণ মায়ানমার। সেটা বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। সেটা হয়তো নিম্নচাপ হয়ে উপকূলের দিকে আসতে পারে।
আলিপুর বলছে, প্রথম বার একটা নিম্নচাপ দেখব যেটা বাংলাদেশ ঘেঁসে আমাদের দিকে আসবে। তাই সম্ভাবনা রয়েছে যে ১৮-২০ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টিপাত হবে।
১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এই বৃষ্টি শুরু হবে হয়তো দিবনের দ্বিতীয় অংশে। প্রথম দেখে বোঝা যাবে না। দুপুর বা বিকেলের পর আবহায়ার পরিবর্তন হবে। দুই ২৪ পরগণা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম আর বর্ধমানে বৃষ্টি হবে।
কলকাতায় সেই সম্ভাবনা রয়েছে। ১৮ অগাস্ট দুপুরের পর থেকে ১৯ অগাস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতদিন সেই সম্ভাবনা ছিল না। ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৯ অগাস্ট নিম্নচাপ জমির দিকে আসবে। উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টি না হলেও পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২০ অগাস্ট দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিন্তু ২-৩ ডিগ্রি বেশি থাকতে পারে। যেহেতু দক্ষিণবঙ্গে একটা সিস্টেম তৈরি হচ্ছে। বা নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। ফলে ওপরে খুব একটা বৃষ্টিপাত হবে না।
আরও পড়ুন: PK-র তরফে দাবি ছিল ৫ লক্ষ, টিকিট বিকোচ্ছে ১০ লক্ষ টাকায়, বিস্ফোরক TMC নেতা
আরও পড়ুন: ভারতের ডকুমেন্টরি 'রাইটিং উইথ ফায়ার' অস্কারে জায়গা পেল, দেখুন তালিকা
আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ১২ ঘণ্টা আগে QR কোড দিয়ে টিকিট
দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি হবে। এমনই সম্ভাবনা রয়েছে। কলকাতায় ১৮-১৯ তারিখে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হয়তো আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমে যাবে।
১৯ এবং ২০ তারিখ যেন মাছ ধরতে না যায়। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপিরে ৪০ থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বাতাস থাকবে। দিঘা, মন্দারমণি এবং সাগর আইল্যান্ডে অ্যাক্টিভিটি রয়েছে, তা নিয়ন্ত্রণে রাখা উচিত।