Sri Sarada Maa Birthday Celebrations at Belur Math: সারদা মায়ের জন্মতিথি (Sri Sarada Maa Birthday Celebrations)-তে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা বেলুড় মঠ (Belur Math)। রবিবার কোভিড বিধি মেনে হাজির হলেন ভক্তরা।
আরও পড়ুন: জোয়ার-বাজরা-রাগি দিয়ে কেক, সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও, কীভাবে বানাবেন?
সারদা মায়ের জন্মতিথি (Sri Sarada Maa Birthday Celebrations) উপলক্ষে অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা বেলুড় মঠ (Belur Math)।
আরও পড়ুন: 'কী দেখাচ্ছেন?' Urfi Javed লেদার প্যান্টস-ব্রা পরে ফের ট্রোলড
করোনা (Corona) পরিস্থিতির জন্য আগের মতো সারদা মায়ের জন্মতিথিতে সারাদিন মঠের দরজা খোলা থাকবে না।
আরও পড়ুন: মেয়েদের কামনা বাড়ায় কালো আদা, রয়েছে আরও গুণ, জানুন
অন্যান্য দিনের মতোই এদিন সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ (Belur Math)-এর দরজা বলে মঠ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: ঘরে চাল-ডাল শেষের মুখে, ভাল নেই রাণু মণ্ডল, দুঃখ ভুলতে গাইলেন 'কাঁচা বাদাম'...
মাস্ক পরে ও অন্যান্য কোভিড (COVID) বিধি পালন করে সবাই এসেছিলেন।
আরও পড়ুন: কার্শিয়াংয়ের কাছেই রূপসী রোহিণী, ঝুপ করে ঘুরে আসুন
ভক্ত ও দর্শনার্থীরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির ও স্বামীজির মন্দির দর্শন ও প্রণাম করতে পারবেন।
আরও পড়ুন: বক্ষ ঢাকা প্রজাপতি দিয়ে! Kate Sharma বলছেন, 'ক্যাচ মি ইফ ইউ ক্যান'
এদিন সকালেই বহু মানুষ ভিড় জমান বেলুড় মঠ (Belur Math)-এর মূল প্রবেশপথে। একে একে ভক্তদের শারীরিক পরীক্ষার পরেই তাঁদের মঠে প্রবেশে অনুমতি দেওয়া হয়।
সেখানে এসেছিলেন তুহিনা মুখোপাধ্য়ায়। তিনি কোন্নগর থেকে এসেছিলেন। একদিন পর আসার সুযোগ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজের চোখের জল আর সামলে রাখতে পারেননি।
তিনি আরও বলেন, আমি এখান থাকি না। থাকি অনেক দূরে। সকলের মা কৃপা করেছেন, মা দয়া করেছেন। আসতে পেরেছি, দর্শন করতে পেরেছি। সকলের মঙ্গলের জন্য মা এইটুকু চান। আর কিছু চান না।
সুমিতা ঘোষ ব্যান্ডেল থেকে এসেছিলেন। বলেন, ভীষণ আনন্দ লাগছে। মাঝে মাঝে এসে বাইরে থেকে ঘুরে গিয়েছে। খুব ভাল লাগছে।
ব্যান্ডেলের সাহগঞ্জ থেকে এসেছিলেন কাকলি নন্দনবই। তিনি জানান, খুব আনন্দ হচ্ছে। ভাষায় প্রকাশ করা যাবে। কী কষ্টের মধ্যে ছিলাম। আমাদের এটাই জীবন। মঠ-মিশন বন্ধ ছিল। তিনি আরও বলেন, আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারব না আসার আনন্দ। দর্শন পাচ্ছি, তাতেই আমর ধন্য।
আরও পড়ুন: নলেন গুড় হুড়মুড়িয়ে ওজন কমিয়ে দেয়? বিশেষজ্ঞরা বলছেন...