West Bengal rain Kolkata Weather Forecast: অপেক্ষার অবসান। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কম-বেশি সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হবে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৩৬ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হবে। এর পাশাপাশি দু-এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
কোন কোন জেলায় বৃষ্টি হবে? সে ব্যাপারে তাঁরা জানাচ্ছেন, উপকূলের কাছাকাছি জেলায় সম্ভাবনা বেশি। বিশেষ করে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর। সেখানকার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩ জুলাই মানে রবিবার তা একটু কমে যাবে। তখন প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় তেমন পরিস্থিতি থাকবে।
৪ এবং ৫ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। তখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি জেলায় কিছুটা প্রভাব বেশি থাকবে।
কেমন থাকবে আগামী কয়েকদি উত্তরবঙ্গের আবহাওয়া? এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানকার ৫ জেলায় প্রভাব বেশি থাকবে।
সেই পাঁচ জেলা হল- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এর মধ্যে আবার কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: হালুয়ার বদলে মিষ্টি, এবার বাজেট-রীতিও বদল মোদী সরকারের
আরও পড়ুন: ক্লাস ১০-এ ৫০ শতাংশ নম্বর থাকলে বছরে ১২ হাজার টাকার স্কলারশিপ
আরও পড়ুন: একধাক্কায় অনেকটা দাম বাড়ছে পাঁউরুটির, ঘোষণা বেকারি মালিকদের
আজ, শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
৪-৫ তারিখেও ওই জেলাগুলোর দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সামগ্রিক ভাবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। তবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে। পরপর বেশ কয়েকবার তেমন হয়েছে। তবে দক্ষিণবঙ্গে তেমন পরিস্থিতি তৈরি হয়নি।
রাজ্যে বর্ষা ঢুকে গেছে। এ বার উত্তরবঙ্গে আগেভাগেই ঢুকেছে। তার জেরে সেখানে দফায় দফায় টানা বৃষ্টি হয়েছে।