scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Forecast : ১০ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, আরও একটু নামবে পারদ

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk one
  • 1/10

West Bengal Winter Forecast: বেশ চিন্তার কথা শোনাল আবাহওয়া দফতর। রাজ্যের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে তারা। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আজ শৈত্যপ্রবাহের সর্তকতা।

আরও পড়ুন: দেখা দিলেন শাহরুখ খান, আরিয়ান জামিন পাওয়ার পর এই প্রথম

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk two
  • 2/10

তারপরও ঠান্ডা থাকবে। তবে আবার তাপমাত্রা একটু বাড়তে পারে। এখন যা পাচ্ছি, বড়দিনে তার থেকে একটু বেশি পাব। বেশি ঠান্ডা দীর্ঘস্থায়ী হচ্ছে না। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। 

আরও পড়ুন: স্পার্ম কাউন্ট বাড়ায় আখের রস, কিডনি স্টোন সারাতেও দারুণ কাজের

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk three
  • 3/10

আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা নামবে পারদ। আগামী ৪৮ ঘন্টা জাঁকিয়ে শীতের পরিস্থিতি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দু'দিন পর থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। বড়দিনে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা থাকতে পারে কলকাতায়। জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পূর্বাঞ্চলীয় অধিকর্তা আবহাওয়া দফতর।

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

Advertisement
West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk four
  • 4/10

জেলাতেও একই রকম তাপমাত্রা নেমেছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। 

আরও পড়ুন: প্লেনে এয়ারহোস্টেসের সে কী নাচ! ভিডিও VIRAL, তুমুল প্রশংসা

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk five
  • 5/10

আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার থেকে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে। শীতে যেন জবুথবু হবে কলকাতা। 

আরও পড়ুন: পিঙ্ক ড্রেসে Malaika Arora-র জাদু দেখে ফিদা ফ্য়ানেরা, ছড়িয়ে দিলেন মায়া

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk six
  • 6/10

ডিসেম্বর শেষ হতে চললেও শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর তা ঘোষণা করেনি। সে জন্য অপেক্ষা করছে সবাই।

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk seven
  • 7/10

তারা জানাচ্ছে, রবিবার থেকে পারদ আরও নামবে। পৌষের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডায় কাঁপবে রাজ্য। বিক্ষিপ্ত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে।

Advertisement
West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk eight
  • 8/10

বাংলায় গত বেশ কয়েকদিন ধরে ঠান্ডা রয়েছে। ফলে এই আবহাওয়া বেশ উপভোগ করছেন মানুষ। 

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk nine
  • 9/10

আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, এখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।

West Bengal Winter Forecast on 21 December fall in temperature Predicts IMD abk ten
  • 10/10

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে, জেনে নেব। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মহানগরীর আকাশ থাকবে পরিষ্কার। কাল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে। এবং তা পৌঁছে যেতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

Advertisement