সাইক্লোন 'দানা'র প্রভাব পড়তে শুরু করেছে দিঘার সমুদ্রে। জারি হাই অ্যালার্ট। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দিঘার সমুদ্র তীরবর্তী এলাকায়। এবার শুরু হল জলোচ্ছ্বাস। ক্রমেই বাড়ছে ঢেউয়ের উচ্চতা ও পরিমাণ। ইতিমধ্যেই প্রশাসনের তরফে পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে দিঘার সমুদ্র সৈকত। মোতায়ন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও এনডিআরএফ। প্রশাসনের তরফে দফায় দফায় চলছে পরিদর্শন। পাশাপাশি দিঘা উপকূলবর্তী এলাকার সমস্ত হোটেল খালি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে।