scorecardresearch
 

Bangla Bandh Tomorrow: বাংলা বনধ্ ডেকেছে BJP, কী বলছেন সুকান্ত-শুভেন্দুরা? কী বলল নবান্ন?

Bangla Bandh Tomorrow: আগামিকাল বাংলা বনধের ডাক দিয়েছে BJP। অন্যদিকে রাজ্য সরকার বলছে, আগামিকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল থাকবে। সব মিলিয়ে ২৮ অগাস্ট বনধের পরিস্থিতি কেমন হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। 

Advertisement
Bangla Bandh Tomorrow: আগামিকাল ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপি-র, সরকারি তরফে কী বলা হল? Bangla Bandh Tomorrow: আগামিকাল ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপি-র, সরকারি তরফে কী বলা হল?
হাইলাইটস
  • আগামিকাল বাংলা বনধের ডাক দিয়েছে BJP।
  • রাজ্য সরকার বলছে, আগামিকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল থাকবে।
  • ২৮ অগাস্ট বনধের পরিস্থিতি কেমন হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। 

Bangla Bandh Tomorrow: আগামিকাল বাংলা বনধের ডাক দিয়েছে BJP। অন্যদিকে রাজ্য সরকার বলছে, আগামিকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল থাকবে। সব মিলিয়ে ২৮ অগাস্ট বনধের পরিস্থিতি কেমন হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী(West Bengal bandh news)। 

মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া ও কলকাতায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বিশেষত হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি বাড়তে শুরু করে। হাওড়া ময়দান, হাওড়া স্টেশনের আশেপাশের এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে উত্তেজিত আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। জলকামান, টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। 

এমনই প্রেক্ষাপটে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র আন্দোলনকে আরও একবার জোরগলায় সমর্থন জানাল বিজেপি। শুধু তাই নয়, আগামিকাল, ২৮ অগাস্ট বাংলা বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির(BJP bandh tomorrow)। সুকান্ত মজুমদার আগামিকাল, বুধবার ১২ ঘণ্টা বনধের(12 hour bandh) ডাক দেন। 

আরও পড়ুন

আগামিকাল ক'টা থেকে বনধ?(Bandh Tomorrow Timing)

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে।'

রাজ্য সরকার বনধ নিয়ে কী বলছে?

কিছুক্ষণ পরেই নবান্নের তরফে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়(বিশদে জানতে Click Here)। তিনি বলেন, 'BJP-র ডাকা বনধ মানা হবে না। রাজ্য সচল থাকবে।'

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, 'আগামিকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল থাকবে। সরকারি কর্মচারীদের সরকারি নির্দেশ, অফিস-কাছারিতে স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা রাখবেন। সরকার সকল অনুকূল আইনানুগ ব্যবস্থা করবে। কোথাও কোনও ক্ষয়ক্ষতি হলে সরকার দেখবে। যানবাহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে। সকল প্রাইভেট বাস মিনিবাস চালাতে হবে। বাংলাকে সর্বক্ষেত্রে সর্বভাবে সচল রাখা হবে। বাংলার সংস্কৃতি কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার। সেই কৃষ্টির প্রতি সম্মান জানিয়ে পুলিশ আজ সবরকম সহযোগিতা করেছে। আগামিকাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে, সেই আশা পশ্চিমবঙ্গ সরকার করছে।'

Advertisement

বনধে সরকারি অফিস খোলা

ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে আগামিকাল রাজ্য সরকারি দফতরে কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল ছুটি নেওয়া যাবে না। এই বিষয়ে বিশদে পড়ুন: Bangla Bandh: 'বন মানা হবে না; সরকারি কর্মীদের অফিস আসতে নোটিশ নবান্নের 

শুভেন্দু অধিকারী যা বললেন...

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ছাত্রদের এই আন্দোলনকে স্যালুট জানাই।' তিনি বলেন, 'আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছি। আমরা শুধু সাহায্য করেছি। প্রচুর অভিভাবকরাও এসেছেন। তাঁরা রাজনৈতিক রঙ ভুলে এসেছেন। কারও বাবা, কারও দাদা। আমার বোনের ধর্ষক খুনিদের ফাঁসির দাবিতে তাঁরা এসেছেন।'

আগামিকাল বাংলা বন্ধ হবে? নবান্নের তরফে যা জানাল হল... দেখুন Video:

Advertisement