Advertisement

Partha Chatterjee ED Custody: হুইল চেয়ারে বসিয়ে SSKM-এ নিয়ে যাওয়া হল পার্থকে

Aajtak Bangla | কলকাতা | 23 Jul 2022, 8:00 PM IST

ED Questioning Partha Chatterjee-Arpita Mukherjee: SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা পার, এখনও জেরা চালাচ্ছে ED। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। শনিবার সকালে নাকতলায় মন্ত্রীর বাড়ির সামনে কড়া পুলিশি প্রহরা দেখা গেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানা জিজ্ঞাসাবাদের পর অসুস্থবোধ করেন পার্থ। তাঁর বাড়িতে এল চিকিৎসকও।

SSKM-এ পার্থ চট্টোপাধ্যায়। SSKM-এ পার্থ চট্টোপাধ্যায়।

SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা পার, এখনও জেরা চালাচ্ছে ED। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। শনিবার সকালে নাকতলায় মন্ত্রীর বাড়ির সামনে কড়া পুলিশি প্রহরা দেখা গেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানা জিজ্ঞাসাবাদের পর অসুস্থবোধ করেন পার্থ। তাঁর বাড়িতে এল চিকিৎসকও।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা নগদ উদ্ধার করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সেই টাকা উদ্ধার করে। রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডে নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায় ইডি। সেই অভিযান চালানোর সময় নগদ উদ্ধার করা হয়েছিল।

ইডির অভিযান

প্রসঙ্গত, অর্পিতা ছাড়াও ইডি বর্তমানে আরও অনেক জায়গায় অভিযান চালাচ্ছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অলোককুমার সরকার, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো নামও এই তালিকায় রয়েছে। এ রাজ্য়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ কেলেঙ্কারিতে এই সমস্ত সংযোগই সামনে এসেছে। 

আরও পড়ুন, পার্থ-'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি নগদ উদ্ধার

আরও পড়ুন,  কে এই অর্পিতা মুখোপাধ্যায়, যাঁর বাড়ি থেকে মিলল টাকার পাহাড়?

আরও পড়ুন, ২ হাজার আর ৫০০ টাকার নোটে ভর্তি ঘর, পার্থ-'ঘনিষ্ঠ'এর বাড়িতে অভিযান

7:51 PM(3 years ago)

এসএসকেএমে পার্থ

Posted by :- Subhankar Mitra

ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ারে বসে ঢুকলেন শিল্পমন্ত্রী। 

7:09 PM(3 years ago)

পার্থর মন্তব্যের বাখ্যায় ফিরহাদ

Posted by :- Subhankar Mitra

এ দিন ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে পারেননি। এনিয়ে ফিরহাদ হাকিমের ব্যাখ্যা,'কী বলেছেন জানি না। তল্লাশি চালানোর আগে ফোন নিয়ে নেয়। ফোন সিজ করে দিলে যোগাযোগ করবেন কীভাবে?'   

7:06 PM(3 years ago)

ইডিকে চালাচ্ছে বিজেপি: ফিরহাদ

Posted by :- Subhankar Mitra

শুভেন্দু অধিকারী টুইট করে বলছেন, এরপর কী হবে। এটা তো স্পষ্ট হয়ে গেল, ইডিকে চালাচ্ছে বিজেপি: ফিরহাদ 

7:05 PM(3 years ago)

শুভেন্দুকে কেন গ্রেফতার করা হল না?

Posted by :- Subhankar Mitra

কুণাল জানান,শুভেন্দু অধিকারী তোলাবাজ, ঘুষখোর। নারদ মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই গেলে শুভেন্দুকে কেন গ্রেফতার করা হল না?সারদা মামলায় সুদীপ্ত সেন লিখেছিলেন, কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। সিবিআই কোথায়?    

Advertisement
6:56 PM(3 years ago)

কুণালের নিশানায় শুভেন্দু

Posted by :- Subhankar Mitra

বিজেপির ওয়াশিংমেশিনে চলে গিয়েছেন তাঁদের কী হবে? কুণালের নিশানায় শুভেন্দু। 

6:55 PM(3 years ago)

ষড়যন্ত্রের অভিযোগ অরূপের

Posted by :- Subhankar Mitra

তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,'২১ জুলাই মানুষের ভিড় দেখএ ভয় পেয়েছে। তাই ২২ তারিখে চক্রান্ত করেছে। আইন আইনের পথে চলবে। দোষী সাব্যস্ত হলে দল ব্যবস্থা নেবে।' 

6:54 PM(3 years ago)

ফিরহাদের নিশানায় বিজেপি

Posted by :- Subhankar Mitra

ফিরহাদ হাকিম বলেন,'পার্থদা দুমাস আগে ওয়াশিংমেশিনে চলে গেলে এটা হত না। আমাকেও জেলে যেতে হয়েছিল। অথচ একই অভিযোগে বিজেপির নেতাকে ধরা হল না। বিজেপিতে গেলে সাধু, তৃণমূলে দোষী। কেউ দোষী হলে কঠোর শাস্তি চাই। ষড়যন্ত্রের শিকার হলে তার প্রতিবাদ করি।' 

6:53 PM(3 years ago)

তৃণমূলের দাবি

Posted by :- Subhankar Mitra

কুণালের কথায়,'এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি সিবিআইয়ের তদন্ত দীর্ঘমেয়াদি হয়। একটা গল্প ছড়িয়ে না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আদালতে বিষয়টি জানাতে হবে। দ্বিতীয়ত, নোটবন্দি হয়েছিল। নগদ টাকা এল কোথা থেকে। সেটা তদন্ত করে দেখা দরকার। আইন ও বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগগুলি আদালতে প্রমাণিত হলে তৃণমূল যা ব্যবস্থা নেওয়ার নেবে।' 

6:50 PM(3 years ago)

তৃণমূলের যোগ নেই: কুণাল

Posted by :- Subhankar Mitra

সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন,'যে ঘটনা ঘটেছে সেটা ইডি সূত্রে জানতে পেরেছি। ভদ্রমহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। যাঁদের নিয়ে বলা হচ্ছে তাঁদের প্রতিক্রিয়া পাইনি। স্পষ্ট করে জানাচ্ছি, টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁরা বাড়িতে উদ্ধার হয়েছে তাঁর সঙ্গেও নেই। তাঁদের আইনজীবীরা দেখে নেবেন। সম্পর্কের কথা বলে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। আইন ও আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে তৃণমূলের।'

Advertisement
6:01 PM(3 years ago)

অসুস্থ পার্থ

Posted by :- Subhankar Mitra

টানা জিজ্ঞাসাবাদের পর অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে এসএসকেএমে যাওয়ার অনুমতি দিল আদালত।  

5:59 PM(3 years ago)

২ দিনের ইডি হেফাজতে পার্থ

Posted by :- Subhankar Mitra

ইএসআই হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে তাঁকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

2:54 PM(3 years ago)

শহরে বিজেপির যুব মোর্চার মিছিল

Posted by :- Subhankar Mitra

শহরে মিছিল যুব মোর্চার। এই দুর্নীতিতে শাসক দলের আরও নেতা যুক্ত রয়েছেন বলে অভিযোগ। মিছিল যায় কলেজ স্ট্রিটে। সেখান থেকে ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির সদর দফতরে।      

1:23 PM(3 years ago)

টাকা কাউন্টিং মেশিন নিয়ে গেল ইডি

Posted by :- Subhankar Mitra

আরও দুটি টাকা গোনার মেশিন নিয়ে অর্পিতার বাড়িতে ঢুকল ইডি। 

1:13 PM(3 years ago)

নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাইনি: পার্থ

Posted by :- Subhankar Mitra

ESI হাসপাতাল থেকে বেরোনোর সময় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন,'নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। তবে পাইনি।'

Advertisement
1:10 PM(3 years ago)

পার্থর শারীরিক পরীক্ষা সম্পন্ন

Posted by :- Subhankar Mitra

জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা সম্পন্ন। এবার আদালতে পেশ করা হতে পারে।  

1:02 PM(3 years ago)

পার্থর মেডিক্যাল টেস্ট সম্পন্ন

Posted by :- Subhankar Mitra

জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা সম্পন্ন। 

12:32 PM(3 years ago)

আটক পার্থর আপ্তসহায়ক

Posted by :- Subhankar Mitra

পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক সুকান্ত আচার্যকে আটক করল ইডি। 

11:31 AM(3 years ago)

জোকার ESI হাসপাতালে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে

Posted by :- Madhurma Dev

জোকার ESI হাসপাতালে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে, হবে স্বাস্থ্য পরীক্ষা।

10:54 AM(3 years ago)

অর্পিতার বাড়ির দিকে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি

Posted by :- Madhurma Dev

অর্পিতার বাড়ির দিকে নিয়ে যাওয়া হতা পারে পার্থ চট্টোপাধ্যায়কে, মুখোমুখি জেরা করা হতে পারে, এমটাই জানা যাচ্ছে ইডির সূত্রে।
 

Advertisement
10:33 AM(3 years ago)

সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হল না পার্থকে

Posted by :- suvam

পার্থ চট্টোপাধ্যায়েকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হল না। সম্ভবত মেডিক্যাল চেক আপ করানো হতে পারে। আরেকটি সূত্র বলছে, সম্ভবত সরাসরি আদালতেও তোলা হতে পারে রাজ্যের মন্ত্রীকে।

Load More
Advertisement