scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Christmas 2020: করোনা আবহে প্রভু যিশুর জন্মদিন, Photos-এ দেখুন কীভাবে সাজলো গোটা বিশ্ব

Christmas 2020
  • 1/26


 ইতিহাস বলছে, ২৫ ডিসেম্বর বেথেলহেম নগরের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু। বিশ্ব থেকে হিংসা মুছতেই আবির্ভাব হয়েছিল তাঁর। 
 

Christmas 2020
  • 2/26


বাইবেলে কিন্তু যিশুর জন্মের তারিখের কোনও উল্লেখ নেই। তবে গোটা বিশ্বে ২৫ ডিসেম্বরই যিশুর জন্মদিন পালিত হয়। তবে করোনা আবহে এবার ক্রিসমাসের রং অনেকটাই ফিকে। তাও বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ক্রিসমাস। সেজে উঠেছে নামজাদা সব শহরগুলি। 

Christmas 2020
  • 3/26

এই প্রথম বড়দিনের কোনো অনুষ্ঠানে পোপ ভাষণ দেবেন না। 

Advertisement
Christmas 2020
  • 4/26

করোনা নিয়ন্ত্রণে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে ভ্যাটিকান।

Christmas 2020
  • 5/26

২০১৩ সালে পোপ হয়েছেন ফ্রান্সিস। তার পর থেকে গত কয়েক বছরে নানা বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যে সারা বিশ্বের ক্যাথলিক মতাবলম্বীদের করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ভ্যাটিকান।

Christmas 2020
  • 6/26

করোনা সংক্রমণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকায়। এবার উৎসবের রং কিছুটা ফিকে হলেও সেজে উঠেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস।

Christmas 2020
  • 7/26

আমেরিকার পাশাপাশি ইউরোপের দেশগুলিতে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় জার্মান সরকার  বার্লিনে ১০ জনের জমায়েতের অনুমতি দিলেও জনসাধারণকে শারীরিক দূরত্ব বজায়ের আর্জি জানিয়েছে।
 

Advertisement
Christmas 2020
  • 8/26

বড়দিনের বাজার হোক বা নববর্ষে আতশবাজির রোশনাই, প্রত্যহ সংক্রমণের ঘনঘটায় জার্মান সরকার বাতিল করেছে সবকিছুই! তবে আলোর মেলায় সেজেছে ফ্রাঙ্কফুট শহর।

Christmas 2020
  • 9/26

ব্রিটেনেও লাগামছাড়া কোভিড সংক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ফের লকডাউন আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Christmas 2020
  • 10/26

করোনা আতঙ্কের মাঝেও ব্রিটেনের মানুষ ক্রিসমাস এর উৎসব পালন শুরু করে দিয়েছেন। ডিসেম্বর পড়তেই লন্ডন ও ইংল্যান্ডের ছোট–বড় সব শহর, রাস্তায় ও বাড়িতে আলো লাগানো শুরু হয়ে যায়। 

Christmas 2020
  • 11/26

লন্ডন শহরের আলোকসজ্জা দেখতে প্রতি বছর বহু মানুষ আসেন বিশ্বের নানা প্রান্ত থেকে। এবার করোনার জেরে সংখ্যাটা বেশ কম।

Advertisement
Christmas 2020
  • 12/26

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল বিশ্ব, তখন বড়দিন সামনে রেখে রাশিয়ার রাজধানী মস্কো সেজে উঠেছে আলোর মেলয়।

Christmas 2020
  • 13/26

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলেও উৎসবের মেজাজ। আলোর মেলায় সেজেছে গোটা শহর। 

Christmas 2020
  • 14/26

ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে জলের নিচে খোশ মেজাজে সাঁতার কাটছেন এক সান্তাক্লজ।

Christmas 2020
  • 15/26

ক্রিসমাস উপলক্ষে চেক রিপাপ্লিকের রাজধানী প্রাগেও উৎসবের মেজাজ। তবে সবকিছুই চলছে দূরত্ব বিধি মেনে।

Advertisement
Christmas 2020
  • 16/26

স্পেনের মাদ্রিদ শহরেও মুখে মাস্ক পরে  চলছে উদযাপন। 

Christmas 2020
  • 17/26

 ইউক্রেনের রাজধানী কিভ শহরেও এবার সামাজিক দূরত্ব বিধি মেনে পালিত হচ্ছে ক্রিসমাস।

Christmas 2020
  • 18/26

যিশুর জন্মস্থান বেথলেহেম শহরকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার জালে।

Christmas 2020
  • 19/26

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা শহরে করোনা বিধি উপেক্ষা করেই রাস্তায় মানুষের ভিড়।

Advertisement
Christmas 2020
  • 20/26

প্রতিবেশী দেশ পাকিস্তানেও ক্রিসমাস ঘিরে উৎসবের মেজাজ। 

Christmas 2020
  • 21/26

আলোর মালায় সেজেছে হংকং।

Christmas 2020
  • 22/26

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচেও ক্রিসমাস উপলক্ষে আলোকসজ্জা চোখ টেনেছে। 

Christmas 2020
  • 23/26

পেশোয়ারেও হাজির সান্তাক্লজ।

Advertisement
Christmas 2020
  • 24/26

ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ইয়া বড় সান্তাক্লজ। 

Christmas 2020
  • 25/26

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক খুদের সঙ্গে সান্তাক্লজ। 

Christmas 2020
  • 26/26

এবছরই লেবাননের রাজধানী বেইরুট সাক্ষী ছিল ভয়ঙ্কর বিস্ফোরণের। ক্রিসমাসে এই ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ হারান মানুষদের স্মরণ করছেন শহরবাসী। 

Advertisement