scorecardresearch
 
Advertisement
বলিউড

Lata Mangeshkar Award List : 'ভারতরত্ন' লতা মঙ্গেশকর পেয়েছেন অজস্র সম্মান, দেখুন কী কী

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk লতা
  • 1/9

Lata Mangeshkar: ৯২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) খুব অল্প বয়সেই কাজ শুরু করেন।

আরও পড়ুন: চটজলদি Personal Loan চাই? রইল সহজ টিপস

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk লতা মঙ্গেশকর
  • 2/9

লতা (Lata Mangeshkar)-জির ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু অনুমোদন করেছে। মুম্বইয়ে এসে তিনি (Lata Mangeshkar) গানে হাত দেওয়ার সুযোগ পান। 

আরও পড়ুন: সিবিএসসি-র CBSE-র টেন-টুয়েলভ Term 1 পরীক্ষার রেজাল্ট বেরতে দেরি হতে পারে, সম্ভাব্য কবে?

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk one
  • 3/9

এরপর সুপারহিট গান উপহার দেন তিনি (Lata Mangeshkar)। সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি (Lata Mangeshkar) শুধু গায়িকাই ছিলেন না, দেবীও ছিলেন। আজও অনেক মানুষ আছেন যাঁদের গান না শুনলে দিন শুরু হয় না।

আরও পড়ুন: WhatsApp-এ কলকাতা পুলিশে অভিযোগ, কোন থানার কোন নম্বর দেখে নিন

Advertisement
Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk two
  • 4/9

লতা মঙ্গেশকর তাঁর গায়কীর মাধ্যমে শুধু মানুষের হৃদয়ে জায়গা করে নেননি, অনেক বড় পুরস্কার জিতে দেশের জন্য খ্যাতি এনে দিয়েছেন। আসুন জেনে নিই লতাজি কোন কোন পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন: MBA করতে চান? রয়েছে একগুচ্ছ স্কলারশিপ, জেনে নিন আপনি কোনটা পেতে পারেন

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk three
  • 5/9

তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হলেন সঙ্গীত জগতের গর্ব লতা মঙ্গেশকর। ১৯৭২, ১৯৭৫, ১৯৯০ সালে তাকে এই সম্মান দেওয়া হয়েছিল। এর পরে, তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৫, ১৯৬৯, ১৯৯৩ এবং ১৯৯৪ সালে ফিল্মফেয়ার পুরস্কারও পান। লতাজি গান তাঁকে ১৯৬৯ সালে পদ্মভূষণ পুরস্কার এনে দিয়েছিল।

আরও পড়ুন: মেলা আছে, ভিড় কম, অজয়ের পাড়ে কাঁদছে কেঁদুলি

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk four
  • 6/9

লতা মঙ্গেশকর তাঁর গানের মাধ্যমে প্রমাণ করে চলেছেন যে তিনি একটি নয়, অনেক পুরস্কারের দাবিদার। তাঁর কথা শুনে মনে হয় যেন মা সরস্বতী তাঁর গলায় বসে আছেন। সম্ভবত এই কারণেই একটি মুহূর্ত এসেছিল যখন তিনি ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন।

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk five
  • 7/9

১৯৯৩ সালে, ফিল্মফেয়ারের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। এর পাশাপাশি তিনি ১৯৯৯ সালে পদ্মবিভূষণও পান। লতা জি এখানেই থেমে থাকেননি এবং ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার 'ভারতরত্ন' পান।

 

Advertisement
Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk six
  • 8/9

এই সমস্ত পুরস্কার ছাড়াও লতা রাজীব গান্ধী পুরস্কার, এনটিআর পুরস্কার পেয়েছেন। পাশাপাশি মহারাষ্ট্র ভূষণ, স্টারডাস্টের লাইফটাইম অ্যাচিভমেন্ট, জি সিনের লাইফটাইম অ্যাচিভমেন্টও সম্মানিত করা হয়েছে।

Lata Mangeshkar was conferred Bharat Ratna Dada Saheb Phalke and more here is the award list abk seven
  • 9/9

লতা মঙ্গেশকর চলে যাওয়ায় সর্বত্র নীরবতা ও শোকের ছায়া। স্বরা নাইটিঙ্গেল তাঁর কন্ঠের জাদু ছড়িয়ে দিয়েছেন মানুষের মনে যে তাঁরা চাইলেও তাঁদের ভুলতে পারে না। তিনি যেখানেই থাকুন না কেন, তাঁর চিরসবুজ গান আমাদের সব সময় তাঁকে মনে করিয়ে দেবে।

Advertisement