Shamita Shetty:"এই সময়টাও কেটে যাবে"! পর্ন ছবির র‍্যাকেটে নাম জড়ানোর পর দিদি শিল্পাকে বার্তা শমিতার

গত ২৩ জুলাই মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty) অভিনীত ছবি 'হাঙ্গামা ২' (Hungama 2)। কঠিন সময় দিদির পাশে দাঁড়ালেন অভিনেত্রী শমিতা শেঠি (Shamita Shetty)। বিশেষ বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement
পর্ন ছবির র‍্যাকেটে নাম জড়ানোর পর দিদি শিল্পাকে বিশেষ বার্তা শমিতার  শিল্পা শেঠি ও শমিতা শেঠি
হাইলাইটস
  • অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শিল্পা শেঠি।
  • এবার দিদির পাশে দাঁড়ালেন শমিতা শেঠি ।
  • সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

পর্ন ছবি বানানোর র‍্যাকেটে (Porn Film Racket) স্বামী রাজ কুদ্রার (Raj Kundra) নাম জড়িত হওয়ায় অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty)। ২৩ জুলাই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'হাঙ্গামা ২' (Hungama 2)। এটি শিল্পার ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ ছবি। কঠিন সময় দিদির পাশে দাঁড়ালেন অভিনেত্রী শমিতা শেঠি (Shamita Shetty)। বিশেষ বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। 

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'হাঙ্গামা ২' -র একটি পোস্টার শেয়ার করে নিজের সামাজিক মাধ্যমে শমিতা লিখেছেন, "অনেক শুভেচ্ছা তোমায় মুঙ্কি, ১৪ বছর পরে তোমার ছবি 'হাঙ্গামা' মুক্তি পেয়েছে। আমি যদি এই ছবির জন্য কতটা পরিশ্রম করেছো তুমি এবং গোটা টিম। অনেক ভালোবাসি তোমায় এবং সব সময় তোমার সঙ্গে আছি। জীবনে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি। তবে আমি বিশ্বাস করি তুমি আরও শক্তিশালী হয়েছ। এই খারাপ সময়টাও কেটে যাবে। 'হাঙ্গামা ২'-র গোটা টিমকে অনেক শুভেচ্ছা।"

 

এদিকে রাজ কুদ্রার গ্রেফতারিতে 'হাঙ্গামা ২' -র উক্তি আটকাবে না, তা আগেই শিল্পাকে আশ্বাস দিয়েছিলেন ছবির প্রযোজক রত্ন জৈন। এমনকি তিনি দাবী করেছিলেন এই ঘটনা তাঁর ছবিতে কোনও প্রভাব ফেলবে না। কথা মতোই শুক্রবার হটস্টারে মুক্তি পেয়েছে এই ছবি। আর তারপরই ট্যুইট করে শিল্পা শেঠি সকলকে আবেদন জানান ছবিটি পরিবারের সঙ্গে দেখার জন্য।  তিনি লেখেন, " হাঙ্গামা ২-র গোটা টিম একটা ভাল ছবি বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তাই এই ছবিটার ক্ষতিগ্রস্ত হত্তয়া উচিত না। তাই সকলকে অনুরোধ করছি পরিবারের সঙ্গে ছবিটি দেখুন।"

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

Advertisement

আরও পড়ুন:  Karan Johar-র বড় বাজেটের ছবিতে না পরমব্রতর! সামনে এল আসল কারণ 

পর্ন ছবি (Porn Films) বানানোর অভিযোগে গত ১৯ জুলাই, সোমবার রাতে গ্রেফতার করা হয় শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে । এরপর একে একে ফাঁস হতে থাকে নানা তথ্য। পুনম পাণ্ডে, (Poonam Pandey), সাগরিকা সোনা সুমন (Sagarika Shona Suman), শার্লিন  চোপড়া (Sherlin Chopra) সহ একাধিক অভিনেত্রী মুখ খোলেন কীভাবে তাঁদের ব্ল্যাকমেল করতেন রাজ কুন্দ্রা। এমনকী চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে উঠতি মডেল এবং অভিনেত্রীদের কাজ করানো হত। পরে সেই চুক্তিপত্রের জালেই ফাঁসানো হত তাঁদের। 

আরও পড়ুন: শিল্পা শেঠির জুহুর বাংলোর অন্দরসজ্জা কেমন, দেখুন 

শুক্রবার রাজ কুন্দ্রার পুলিশি হেফাজত বাড়ে ২৭ জুলাই পর্যন্ত। এদিকে সেদিনই রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই  শিল্পা শেঠির (Shilpa Shetty) জুহুর বাড়িতে যায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। যেহেতু শিল্পাও ভিয়ান কোম্পানির (Viaan Company) একজন ডিরেক্টর ছিলেন , তাই রাজের সামনেই তাঁকে জিজ্ঞাসাবাদ ও জেরা করা হয়। শোনা যাচ্ছে, অভিনেত্রীর সম্মতিতে ইতিমধ্যে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement