Film Wrap: প্রেমে মজেছেন নোরা ফাতেহি? মেহেন্দিতে জমাটি নাচে ভিকি-ক্যাট অ্যান্ড কোং

Entertainment News Today,12th December 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

Advertisement
Film Wrap: প্রেমে মজেছেন নোরা ফাতেহি? মেহেন্দিতে জমাটি নাচে ভিকি-ক্যাট অ্যান্ড কোংবিনোদনের খবর
হাইলাইটস
  • হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে?
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

গোয়ায় একসঙ্গে নোরা ফাতেহি-গুরু রনধাওয়া, প্রেমের গুঞ্জনে মত্ত ইন্টারনেট
নোরা ফাতেহিকে (Nora Fatehi) বলিউডের অন্যতেম সেরা নৃত্যশিল্পীদের মধ্যে গণ্য করা হয়। পঞ্জাবি গায়ক গুরু রনধাওয়ার (Guru Randhawa) গান খুব জনপ্রিয়। দুজনেরই রিল লাইফে কোলাবোরেশন অনেকের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। তাদের দুজনেরই বাস্তব জীবনে কোলাবোরেশন থাকলে কী হবে তা কল্পনা করুন।


মেহেন্দিতে জমিয়ে নাচলেন ক্যাট-ভিকি, পিছিয়ে নেই পরিবারও
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের পর থেকেও তাদের দুজনের ছবি সামনে আসছে। প্রতিনিয়ত তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করছেন এই দম্পতি। শনিবার হলদি অনুষ্ঠানের ছবি শেয়ার করার পর এখন ক্যাটরিনা ও ভিকি তাদের মেহেন্দি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।


দিলীপ কুমারের জন্মদিনে চোখের জলে ভাসলেন সায়রা, সামলালেন ধর্মেন্দ্র
সুভাষ ঘাইয়ের হুইসলিং উডস ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে, সায়রা বানু (Saira Banu), সুভাষ ঘাই (Subhash Ghai), ধর্মেন্দ্র-সহ (Dharmendra) অনেকে বলিউডের অবিসংবাদী ট্র্যাজেডি কিং-কে শ্রদ্ধা জানান। এই সময় সায়রা বানু দিলীপ সাহাবকে খুব মনে পড়ে। চোখের জলে স্বামীকে স্মরণ করেন সায়রা।


লাড্ডু, ফুল, বীজ! মুম্বইয়ে বিয়ের ভোজে রাজকীয় নেমন্তন্ন ভিক্যাটের
সূত্রের খবর, মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপ উড়ে যাবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।


মালদ্বীপে বিকিনিতে Stunning লুকে ইলিয়ানা, ভাইরাল
মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন হট এবং হিউমিড ইলিয়ানা ডিক্রুজ। ভক্তদের ঘাম ছুটছে বাড়িতে বসেই। ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট।


আপত্তিকর MMS-র পর ভাইরাল ত্রিশার ভিডিও, কী বললেন তিনি?
কয়েক মাস আগে ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়েছিল ভোজপুরী অভিনেত্রী ত্রিশা কর মধুর। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। (সব ছবি সৌজন্যেঃ-ত্রিশা কর মধুর ফ্যান পেজ/ইনস্টাগ্রাম)

Advertisement


নজির সৃষ্টি, বিটাউনে মুক্তি পেল চাঁদমনির ‘জুদাইয়া বে’
আদিবাসী কিশোরী চাঁদমনি হেমব্রম অসাধ্য সাধন করে দেখালেন। হুগলির প্রত্যন্ত গ্রামের এই আদিবাসী কন্যার মিউজিক অ্যালবাম এবার রিলিজ হতে চলেছে মুম্বইতে।

 

POST A COMMENT
Advertisement