Advertisement
মনোরঞ্জন

জিনস-ছোট টপে Monalisa যেন ছটফটে তরুণী, ফিরলেন কাজে

  • 1/10

Monalisa: সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও কারণে আলোচনায় থাকেন ভোজপুরি কুইন মোনালিসা (Bhojpuri Queen Monalisa)। ঘটনা এটা যে মোনালিসা (Monalisa) কিছু না করলেই শুধু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে সব লাইমলাইট পড়ে যায় তাঁর ওপর।

 

  • 2/10

গত কয়েকদিন ধরেই স্বামী বিক্রান্তের সঙ্গে প্রতিনিয়ত ছবি শেয়ার করেছিলেন মোনালিসা (Monalisa)। এবার অনেকদিন পর একক বা সিঙ্গল ছবি শেয়ার করলেন মোনালিসা। এই ছবিতে মোনালিসা (Monalisa)-কে টিভি পুত্রবধূর মতো নয়, ছটফটে তরুণীর মতো দেখাচ্ছে

  • 3/10

নতুন ছবিতে মোনালিসাকে একটি ছোট টি-শার্ট এবং কালো ওভারসাইজ প্যান্ট পরতে দেখা গেছে। এর মাধ্যমে আবারও নতুন লুকে মানুষের হাততালি ছিনিয়ে নিতে দেখা গেছে মোনালিসাকে।

 

Advertisement
  • 4/10

এই ছবিগুলো মোনালিসা এবং তাঁর ভক্ত- দু'জনের জন্যই বিশেষ। বসন্ত পঞ্চমী উপলক্ষে নতুন ছবি শেয়ার করে নিজের নতুন প্রোজেক্টের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনের মাধ্যমে তিনি জানান, বসন্ত পঞ্চমীর দিন তিনি বছরের প্রথম শুটিং শুরু করেছেন।

আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা

  • 5/10

অর্থাৎ দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন মোনালিসা। মোনালিসার কাজে ফেরার আনন্দ ছবিগুলোতে স্পষ্ট দেখা যায়। এর সঙ্গে তাঁর কিলার পোজ নিয়ে কি বলবেন?

আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে

  • 6/10

ছবিতে মোনালিসা বিভিন্ন পোজ দিয়েছেন। তাঁর একটি দুষ্টুমিষ্টি দিক দেখিয়েছেন। তাঁকে এত সুন্দর লাগছে যে প্রশংসা করে কিছু বলা কঠিন।

  • 7/10

কিছু একটা জিনিস আছে। মোনালিসার মধ্যে আলাদা এবং বিশেষ কিছু আছে, যা ভক্তরা তাঁর একটি ছোট ঝলকের জন্য মরিয়া। একই সঙ্গে মোনালিসাও সবসময় ভক্তদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেন।

 

Advertisement
  • 8/10

খুশি যে মোনালিসা কাজে ফিরেছে। এর পাশাপাশি নতুন কিছু দেখার আশাও আছে।

  • 9/10

বরাবরই তিনি চমক দেন। এবারও তার আলাদা কিছু নেই।

  • 10/10

এখন কীভাবে এই স্বপ্ন পূরণ হয়? এর জন্য অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষার ফল মিষ্টি হয়।

Advertisement