scorecardresearch
 

Actress Ananya Chatterjee Death: টলিউডে শোক, প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

Ananya Chatterjee Death: ফুসফুসের সংক্রমণের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। অভিনেত্রী প্রয়াণে স্তম্ভিত তারকা থেকে দর্শকদের অনেকেই। 

Advertisement
প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। শুক্রবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসের সংক্রমণের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। অভিনেত্রী প্রয়াণে স্তম্ভিত তারকা থেকে দর্শকদের অনেকেই। 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি কালার্স বাংলার ধারাবাহিক 'সোনা রোদের গান' (Sona Roder Gaan)-এ পিসিমার চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পায়েল দে সংবাদমাধ্যমকে বলেন, শনিবারও সেটে গিয়ে শ্যুটিং করেছেন অনন্যা। অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে ধারাবাহিকের গোটা টিমের মধ্যে। 

আরও পড়ুন: এবার যমালয়ে জীবন্ত ভানু? বড় চমক শাশ্বতর

এদিন চলচ্চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারি সোশ্যাল মিডিয়ায় অনন্যা চট্টোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে লেখেন, "অনন্য দি নেই। ভাবতেই পারছি না। শুধু হাসি মুখটা মনে পড়ছে ....।" অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, "ওপারে ভালো থেকো অনন্যাদি...।" 

 

 

আরও পড়ুন: ফের মহিষাসুরমর্দিনী শুভশ্রী! মহালয়ায় অসুরদের দমন করবেন দুর্গা রূপে

জয়জিতের এই পোস্টটি শেয়ার করে টেলি অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, "ভাল মানুষ বেশিদিন থাকে না এই দুনিয়ায় আবারও তুমি প্রমাণ করে দিলে অনন্যা আন্টি। তোমার সাজেশন মাথায় রেখে লড়াই করে যাব। ওপারে ভাল থাকা যায় কিনা না গেলে জানতে পারব না। তবে মনটা খারাপ ভীষণ... দেখা হয়নি কখনও, জানি না আর দেখা হয় কিনা......।" 

 

 

আরও পড়ুন: TRP: দারুণ স্কোর 'মিঠাই'-র! গৌরী, ফড়িংদের ঝুলিতে কত নম্বর?

প্রসঙ্গত, ২০০৪ সালে অনিন্দিতা সর্বাধিকারী পরিচালিত 'পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে' অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। যেটি সেই সময় সেরা টেলিফিল্মের বেশ কিছু পুরস্কার পায়। এছাড়াও দীর্ঘদিন ধরে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর মৃত্যু খবরে মন ভারাক্রান্ত টলিপাড়ার।

Advertisement


 

Advertisement