scorecardresearch
 

Dadagiri Season 9 Haat Baralei Bondhu Hoy Sanman: বারোয়ারি পুজোর ক্লাবগুলিকে স্বীকৃতি দিতে 'দাদাগিরি' সম্মান!

Dadagiri Season 9 Haat Baralei Bondhu Hoy Sanman: এই দুর্গা পুজোয়, জি বাংলার উপস্থাপনা - 'দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান'। বাংলার বারোয়ারি পুজোর ক্লাবগুলির জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতেই এই অভিনব উদ্যোগ চ্যানেলের। 

Advertisement
'দাদাগিরি' সিজন ৯-এ সৌরভ গাঙ্গুলী 'দাদাগিরি' সিজন ৯-এ সৌরভ গাঙ্গুলী
হাইলাইটস
  • 'দাদাগিরি' সিজন ৯-র মূলমন্ত্র -"হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।"
  • এই পুজোয়, জি বাংলার উপস্থাপনা - 'দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান'।
  • অংশগ্রহণ করতে পারবেন বারোয়ারি পুজো ক্লাবগুলি।

Dadagiri Season 9 Haat Baralei Bondhu Hoy Sanman: গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 'দাদাগিরি' সিজন ৯ (Dadagiri Season 9)। প্রথম দুটি পর্বই যথেষ্ট হিট। আগের সাতটি সিজনের মতো এবারও এই গেম শোয়ের সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সারা বাংলা জুড়ে দেখা যায় কিংবা শোনা যায়, গর্ব করার মতো অসংখ্য ঘটনা, যা ক্রমাগত গেয়ে চেলেছে মানুষের জয়গান। এবারের 'দাদাগিরি' -র মঞ্চে উদযাপিত হবে এই সমস্ত কিছু। 

মানুষ যে মানুষের জন্য... সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে এরকম কত বন্ধুত্বের হাত। এবারের 'দাদাগিরি' -র মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। সেই জন্যেই 'দাদাগিরি' সিজন ৯-র মূলমন্ত্র -"হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।" আর সেই মন্ত্রকে মাথায় রেখেই নয়া উদ্যোগ নিল জি বাংলা। এই দুর্গা পুজোয়, জি বাংলার উপস্থাপনা - 'দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান'। বাংলার বারোয়ারি পুজোর ক্লাবগুলির জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতেই এই অভিনব উদ্যোগ চ্যানেলের। 

আরও পড়ুন:  মিঠাইকে বিয়ের প্রস্তাব দিলেন সিদ্ধার্থ! ফের সানাই বাজবে?

এই কঠিন সময় পশ্চিমবঙ্গের যে সমস্ত দুর্গাপুজো ক্লাবগুলি অভাবী ও দরিদ্রদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াচ্ছে, তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ। এই বছরের 'দাদাগিরি সিজন ৯-এর সঙ্গে মিল রেখে জি বাংলা এই প্ল্যাটফর্ম সরবরাহ করছে যেখানে, মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই মূল কথা। এই সমস্ত ক্লাবগুলিকে এই বছরের দুর্গাপুজোর সময়, বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।   

আরও পড়ুন:  এবার রানু মণ্ডলের গলায় 'মানিকে মাগে হিতে'!

 

'দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান' -এ রেজিস্ট্রেশন 

* পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্লাব দীর্ঘদিন ধরে বারোয়ারি পুজো করে, তারা নিজের নাম নথিভুক্ত করতে পারবে।  

Advertisement

* ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জি বাংলার অফিস এবং হোয়াটস অ্যাপ এক্টিভেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। 

* আগ্রহী ক্লাবগুলি অংশগ্রহণ করতে ফিলআপ করতে পারেন ফর্ম। 

* বাংলা ফর্ম - https://forms.gle/mN8j6ncNY62hhzR7A 

* ইংরাজী ফর্ম - https://forms.gle/s19HgkaSyEL26Whg7

* এছাড়াও যোগাযোগ করতে পারেন - +91- 8100454335 নম্বরে। 

আরও পড়ুন:  পুরোনো ছন্দে টলিপাড়া! পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, দেখুন তালিকা...

প্রসঙ্গত, গত শনিবার 'দাদাগিরি' সিজন ৯-র গ্র্যান্ড ওপেনিংয়ের পর রবিবার সম্প্রচার হয়েছে 'মিঠাই' পরিবারের সঙ্গে জমজমাট পর্ব। এই সপ্তাহান্তেও রয়েছে বিশেষ চমক। হাজির থাকবেন 'সারেগামাপা'-র গত সিজনের বিচারক-গুরুরা। 

 

Advertisement