scorecardresearch
 

TRP: চমক 'লক্ষ্মী কাকিমা'-র! প্রথম দশে ১৫ মেগা... মিঠাই, খড়ি, ফুলঝুরিদের স্কোর কত?

Bengali Serial BARC 2022 27th week TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
এই সপ্তাহের রেটিং চার্ট এই সপ্তাহের রেটিং চার্ট

Bengali Serial BARC TRP List: কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে, তা জানার উপায় টিআরপি (TRP)। বাংলা ধারাবাহিকের দর্শকেরা অপেক্ষা করেন বৃহস্পতিবারের। কারণ সাধারণত সপ্তাহের এই দিনই টিআরপি বেরনোর দিন। সামনে এসেছে বাংলা ধারাবাহিকের (Bangla Serial) গত সপ্তাহের মার্কশিট। দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক কোন স্থানে রয়েছে এবার। 

নম্বর অনেকটা কমলেও এই সপ্তাহেও শীর্ষ স্থান বহাল 'ধুলোকণা'(Dhulokona)-র, পেয়েছে ৮.৪ রেটিং পয়েন্ট। চমক দিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এলো 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhi Kakima Superstar), প্রাপ্তি ৭.৭। একধাপ উঠে তৃতীয় স্থানে 'গৌরী এলো'(Gouri Elo) পেয়েছে, ৭.৩। চতুর্থ স্থানে রয়েছে তিন মেগা। 'মিঠাই'(Mithai),'গাঁটছড়া'(Gantchhora) ও 'আলতা ফড়িং'(Aalta Phoring),পেয়েছে ৭.২। অনেকটা উঠে পঞ্চমে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) পেয়েছে, ৬.৫। 

আরও পড়ুন: Big Boss 16-এর জন্য ১ হাজার কোটি টাকা পারিশ্রমিক চাইছেন সলমন?

ষষ্ঠ স্থানে 'মন ফাগুন'(Mon Phagun) পেয়েছে ৬.১। এবারও সপ্তমে 'উমা' (Uma), প্রাপ্তি ৬.০। তবে সেই সঙ্গে প্রথমবার প্রথম দশে এক নতুন ধারাবাহিক। একই নম্বর পেয়ে, সপ্তমে স্থানেই রয়েছে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি' (Bodiswottor Bodhbuddhi)। অষ্টম স্থান বহাল 'আমাদের এই পথ যদি না শেষ হয়' (Amader Ei Poth Jodi Na Sesh Hoy)-র, পেয়েছে  ৫.৯। নবম স্থানে রয়েছে তিন মেগা। 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori), 'খেলনা বাড়ি' (Khelna Bari) ও 'লালকুঠি'(Lalkuthi) পেয়েছে ৫.৩। প্রথবার প্রথ দশে উঠে, দশম স্থান পেয়েছে 'উড়ন তুবড়ি' (Uron Tubri) ৪.৫।    

প্রথম দশে কোন মেগা (Top 10 Serials on TRP List): 

* প্রথম- ধুলোকণা (৮.৪)

* দ্বিতীয় - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)

* তৃতীয় - গৌরী এলো  (৭.৩) 

Advertisement

* চতুর্থ - মিঠাই (৭.২) 

* চতুর্থ - গাঁটছড়া (৭.২) 

* চতুর্থ - আলতা ফড়িং (৭.২) 

* পঞ্চম - অনুরাগের ছোঁয়া (৬.৫)

* ষষ্ঠ - মন ফাগুন (৬.১)

* সপ্তম- উমা (৬.০) 

* সপ্তম- বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০) 

* অষ্টম - আমাদের এই পথ যদি না শেষ হয় (৫.৯) 

* নবম - আয় তবে সহচরী (৫.৩) 

* নবম - খেলনা বাড়ি (৫.৩)

* নবম - লালকুঠি (৫.৩)

* দশম - উড়ন তুবড়ি (৪.৫) 

আরও পড়ুন: ফের একসঙ্গে শ্রীময়ী ও জুন আন্টি! দর্শকদের জন্য আসছে দারুণ চমক

গত কয়েকদিনে শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলির মধ্যে এবারও তুলনামূলক ভাল ফল 'খেলনা বাটি','লালকুঠি' ও 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'-র। এখনও প্রথম দশে খাতা খুলতে পারেনি 'বৌউমা একঘর','গোধূলি আলাপ'। সেই সঙ্গে শুরু হয়েছে আরও দুই মেগা- 'সাহেবের চিঠি'। আসছে আরও একাধিক ধারাবাহিক। এমনকি দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। তাই টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের রেটিং চার্ট দেখে। 
 

 

Advertisement