scorecardresearch
 
টলিউড

Durnibar- Oindrila Marriage PHOTOS: গাঁটছড়া বাঁধলেন দুর্নিবার- মোহর, বিয়ের পিঁড়ি ধরলেন প্রসেনজিৎ

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 1/12

নানা বিতর্ক- আলোচনার পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন দুর্নিবার সাহা। প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়লেন গায়ক। ছবিতে দেখুন দুর্নিবার- ঐন্দ্রিলার বিয়ে। 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 2/12

কনে বিনোদনের জগতের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী- মোহরকে বিয়ে করেছেন দুর্নিবার।
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 3/12

ব্যস্ততার মাঝে ফটোসেশনে মাতলেন বর- কনে দু'জনে। যদিও সোশ্যাল প্রোফাইল থেকে এখনও ছবি, ভিডিও শেয়ার করেননি নিজেরা। তবে নেটমাধ্যমে ঘুরছে পরিবার- পরিজনের শেয়ার করা গায়ে হলুদ থেকে বিয়ের ছবি।

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 4/12

শুভদৃষ্টি থেকে অতিথি আপ্যায়নের দায়িত্ব পালন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার খুব স্নেহ করেন তাঁকে। এমনকী মোহরের বিয়ের পিঁড়িও ধরতে দেখা গেল টলিউড সুপারস্টারকে। 
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 5/12

'দুর্নিমোহর'-র বিয়ের আসর বসেছিল হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল-এ। বিয়ে বাড়ি হয়ে উঠেছিল যেন চাঁদের হাট। টলিউড তারকা থেকে কলাকুশলীরা নিমন্ত্রিত ছিলেন। হাজির ছিলেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ ও বোন পল্লবীও।

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 6/12

 দুর্নিবার এদিন পরেছিলেন সাদা- লাল কম্বিনেশনের গলাবন্ধ পঞ্জাবি। অন্যদিকে মোহনের পরনে টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না। একেবারে সাবেকী লুকেই দেখা গেল বর- কনেকে। 
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 7/12

বিয়ের দিন সকালে হলুদ পঞ্জাবিতে সেজেছিলেন সঙ্গীতশিল্পী। পাত্রীর পরনে ছিল হলুদ শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। মেহেন্দি হাতে শাঁখা -পলা ও গায়ে হালকা সোনার গয়না পরেছেন ঐন্দ্রিলা। দু'জনের মুখেই যেন সাফল্যের শান্ত হাসি। 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 8/12

প্রায় এক বছর প্রেম পর্বের পর গাঁটছড়া বাঁধলেন দুর্নিবার- মোহর। ২০২১-র ডিসেম্বরে বার কাম রেস্তোরাঁতে ভাল করে পরিচয় হয় জুটির। যদিও ফোন নম্বর আদান প্রদান হয় আরও বেশ কিছুদিন পরে। 
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 9/12

গত কয়েকদিন ধরেই 'ব্রাইড-টু-বি'-এর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকিঝুঁকি মাড়লেই চোখে পড়েছে হবু বরের সঙ্গে আদুরে নানা মুহূর্ত। কখনও আবার শেয়ার করেছেন প্রেমের কবিতার লাইন। যদিও এবিষয় কিছুটা গোপনীয়তা রাখছেন দুর্নিবার।
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 10/12

 ১১ মার্চ নব দম্পতির রিসেপশন হবে দক্ষিণ কলকাতা সংসদ, ডিকেএস ক্লাবে। সেখানেও নিমন্ত্রিত থাকবেন বহু তারকারা। 
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 11/12

গত বছরের মাঝামাঝি সময় প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের খবর শোনা যায় দুর্নিবারের। সে সময় বিচ্ছেদের কারণ হিসাবে মনে করা হয়, তৃতীয় ব্যক্তির কথা।  দুর্নিবারের জীবনে নতুন প্রেমই নাকি, মীনাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরার কারণ। যদিও একথা সঠিক নয় বলে দাবি করেন নতুন জুটি। 
 

Durnibar Saha Oindrila Sen mohor Marriage PHOTOS দুর্নিবার মোহর
 • 12/12

সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক