scorecardresearch
 

Bangla Movies Releasing on April 2022: এপ্রিল জুড়ে বাংলা ছবি মুক্তি! লক্ষ্মী লাভের ইঁদুর দৌড়ে সামিল কারা?

Tollywood Movies Releasing on April 2022: প্রিমিয়ার তো বটেই, এমনকী ছবির মুক্তির পরেও দর্শক সংখ্যা ভাগ হচ্ছে। প্রশ্ন উঠছে এতে আঁখেরে ক্ষতি না লাভ হচ্ছে ইন্ডাস্ট্রির? এপ্রিল মাসের প্রায় প্রতি সপ্তাহ তো বটেই, এমনকী একই দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি।

Advertisement
যে বাংলা ছবিগুলি মুক্তি পাচ্ছে এপ্রিল মাস জুড়ে যে বাংলা ছবিগুলি মুক্তি পাচ্ছে এপ্রিল মাস জুড়ে
হাইলাইটস
  • অনেকটাই ছন্দে ফিরেছে টলিউড ইন্ডাস্ট্রি।
  • আগামী এপ্রিল মাসে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি।
  • আখেরে লাভ না ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রির?

করোনা অতিমারীর (Covid-19 Pandemic) সময় ব্যাপক ক্ষতি হয়েছিল বিনোদন জগতে (Entertainment Sector)। তবে বর্তমানে অনেকটাই ছন্দে ফিরেছে টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood Industry)। আগের থেকে অনেক বেশি পরিমাণে হলমুখী হচ্ছেন দর্শকেরা। ফের প্রেক্ষাগৃহের বাইরে লাগানো থাকছে 'হাউজফুল' (Houseful) বোর্ড। 

বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে আরামের ওটিটি স্ট্রিমিং ছাড়াও, টিকিট কেটে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলির স্বাদ চেটেপুটে নিচ্ছেন বহু সিনেমাপ্রেমী (Cinema Lovers)। তবে সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। যদিও এ সমস্যার আশঙ্কা একেবারেই কেউ করেননি, তা বললে ভুল হবে।

একদিকে একের পর এক ঘোষণা হচ্ছে, নতুন ছবির কথা। অন্যদিকে পাইপলাইনে থাকা ছবিগুলি ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। ফলস্বরূপ, একই সঙ্গে একই তারিখে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। প্রিমিয়ার তো বটেই, এমনকী ছবির মুক্তির পরেও দর্শক সংখ্যা ভাগ হচ্ছে। প্রশ্ন উঠছে এতে আখেরে লাভ না ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রির? 

April 2022

আরও পড়ুন:  "তোমায় দেখে লাজুক মনে হয়, তুমি তো একেবারেই ..." শ্রাবন্তীকে কেন বললেন সৌরভ?

যেমনটা সমস্যা দেখা দিতে পারে এবছরের এপ্রিল মাসে (April)। প্রায় প্রতি সপ্তাহ তো বটেই, এমনকী একই দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। নববর্ষ (Noboborsho) বা ঈদ (Eid) দুটো উৎসবকেই কাজে লাগাতে চেষ্টা করেছে অনেক নির্মাতাই। প্রথম সপ্তাহে চললেও, দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চালাতে সমস্যা হতে পারে অনেক ছবির ক্ষেত্রেই। চলুন দেখা যাকে আগামী মাসে, কবে কোন ছবি মুক্তি পাবে। 

 

Tollywood Movies Releasing on April 2022

 * ১ এপ্রিল 

* ছবি: আবার কাঞ্চনজঙ্ঘা (Abbar Kanchenjungha)

Advertisement

* পরিচালনায়: রাজর্ষি দে  
 
* অভিনয়ে: কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অনিন্দ্য  চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। 

* প্রযোজনা: শিল্পী এ পান্ডে ও অক্ষত কে পান্ডে

 

Tollywood Movies Releasing on April 2022


* ৮ এপ্রিল 

* ছবি: মহানন্দা (Mahananda)

* পরিচালনায়: অরিন্দম শীল 

* অভিনয়ে: গার্গী রায়চৌধুরী, দেবশংকর হালদার, ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায় 

* প্রযোজনা: ফ্রেন্ডস কমিউনিকেশন

আরও পড়ুন:  TRP: 'মিঠাই'-র নম্বর বেড়ে, কমল 'গাঁটছড়া-র'! এবার সফল ঋষি- পিহু ম্যাজিক

Tollywood Movies Releasing on April 2022

* ১৪ এপ্রিল 

* ছবি: দ্য একেন (The Eken)

* পরিচালনায়: জয়দীপ মুখোপাধ্যায়

* অভিনয়ে: অনির্বাণ চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায়, আরজে সোমক, দেবাশীষ মণ্ডল, পায়েল সরকার 

* প্রযোজনা: এসভিএফ 

Tollywood Movies Releasing on April 2022

* ১৫ এপ্রিল 

* ছবি: অভিযান (Abhijaan)

* পরিচালনায়: পরমব্রত চট্টোপাধ্যায় 

* অভিনয়ে: সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ডলি বসু 

* প্রযোজনা: রোড শো ফিল্মস 

আরও পড়ুন: কীভাবে 'সুপারস্টার' হয়ে উঠছে 'লক্ষ্মী কাকিমা'? জানালেন অপরাজিতা

Tollywood Movies Releasing on April 2022

* ২৯ এপ্রিল 

* ছবি: কিশমিশ (Kishmish)

* পরিচালনায়: রাহুল মুখোপাধ্যায় 

* অভিনয়ে: দেব, রুক্মিণী মৈত্র, খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তী

* প্রযোজনা: দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারস

 

Tollywood Movies Releasing on April 2022

* ২৯ এপ্রিল 

* ছবি: রাবণ (Raavan)

* পরিচালনায়: এম এন রাজ 

* অভিনয়ে: জিৎ, তনুশ্রী চক্রবর্তী, 

* প্রযোজনা: জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি 

আরও পড়ুন: মাধুরীর সঙ্গে জমাটি পারফরমেন্স জিৎ-দেবের! বলিউড ডিভাকে দেখে হিন্দি ভুলেছিলেন যিশু

এর সঙ্গে আবার প্রতিযোগিতায় রয়েছে, 'আরআরআর' (RRR)। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি আগামী ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একেই 'বাহুবলী' -পরিচালকের ছবি, উপরন্তু 'পুষ্পা'-র বক্স অফিস সাফল্য বুঝিয়ে দিয়েছে দক্ষিণী ছবি রমরমিয়ে ব্যবসা করছে কলকাতা শহরেও। তাই নিঃসন্দেহে এই ছবিও প্রতিযোগিতার ঘোড় দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা হাসবে জয়ের হাসি, তা সময়ই বলবে। 


 

Advertisement