scorecardresearch
 
Advertisement
ধর্ম

Belur Math Reopens: নববর্ষের বেলুড় মঠে আজ কখন পুজো-আরতি? রইল সম্পূর্ণ সময়সূচি

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings one
  • 1/12

Belur Math Reopens from Naba Barsho: বাংলা নববর্ষে যেন আনন্দ সংবাদ নিয়ে এল বেলুড় মঠ। এখন সেখানে দর্শক-ভক্তদের প্রবেশ অবাধ। করোনার কারণে অনেক বিধিনিষেধ ছিল। বলা যেতে পারে, এখন আর তা নেই।

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings two
  • 2/12

এ কারণে প্রবল খুশি দর্শক-ভক্তরা। তাঁরা চাইছিলেন সেখানে যেতে। মাঝে বেলুড় মঠ খোলা থাকত। তবে অনেক বিধিনিষেধ ছিল। আর তাই তাঁদের মনে বেশ দুঃখ ছিল। এক সে সব দূর হল বলা যায়। 

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings three
  • 3/12

এখন সকালে বেলুড় মঠ খোলা থাকবে সাড়ে ৬টা থেকে। বন্ধ হবে বেলা সাড়ে এগোরোটায়। 

Advertisement
Belur Math Reopens from Naba Barsho Belur Math timings four
  • 4/12

আর বিকেল মঠের দরজা খুলে দেওয়া হবে ৪টের সময়। তা খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত।

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings five
  • 5/12

করোনা আবহে সরকারি অনুশাসন মেনে দীর্ঘ সময় বন্ধ ছিল বেলুড় মঠ। করোনা সংক্রমণ ঠেকাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন পরিস্থিতি আলাদা।

আরও পড়ুন: Home Loan নেবেন? তৈরি রাখুন এই কাগজপত্র, কাজ হবে জলদি

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings six
  • 6/12

কোভিড সংক্রমণ বেশ কম। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশ মেলা-জমায়েত করা যাচ্ছে। বেলুড় মঠ বিক্ষিপ্ত ভাবে কিছুদিনের জন্য খোলা হলেও তাতে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ছিল একগুচ্ছ বিধি নিষেধ। 

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings seven
  • 7/12

গত ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠ খোলা হলেও ভক্ত এবং দর্শনার্থীদের গতিবিধি ছিল নিয়ন্ত্রিত। কেবলমাত্র মন্দির দর্শন এবং গুরু প্রণাম করেই তাদের বেরিয়ে আসতে হত। 

Advertisement
Belur Math Reopens from Naba Barsho Belur Math timings eight
  • 8/12

আরতি দেখা বা গঙ্গার ধারে বসার কোনও অনুমতি ছিল না। ভোগ বিতরণও ছিল বন্ধ।

আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ

আরও পড়ুন: দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক এসে গেল

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings nine
  • 9/12

তবে বাংলা নববর্ষের প্রথম দিনটিতে ভক্ত এবং দর্শকদের জন্য সুখবর। 
 

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings ten
  • 10/12

এই দিনটি থেকেই সমস্ত রকম বিধিনিষেধ ছাড়াই খুলে গেল বেলুড় মঠ। মঠ সূত্রে জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে যে সময় খোলা থাকত, তেমনই থাকবে। ভক্তদের প্রবেশ অবাধ। আর এ জন্য তাঁদের মনে খুশির হিল্লোল। কারণ তাঁরা ফের আসতে পারবেন তাঁজের প্রিয় বেলুড় মঠে।

Belur Math Reopens from Naba Barsho Belur Math timings eleven
  • 11/12

মন্দির দর্শন, গুরু প্রণাম, আরতি দর্শন করতে পারবেন তারা। এতদিন যাতে বেশ কড়াকড়ি ছিল। করা হবে ভোগ বিতরণও। 

আরও পড়ুন: স্কুল খোলার দাবিতে সাইকেলে চেপে প্রচারে নেমেছেন শিক্ষক

Advertisement
Belur Math Reopens from Naba Barsho Belur Math timings twelve
  • 12/12

এক কথায় বাংলা নববর্ষের প্রথম দিন ভক্ত এবং দর্শকদের জন্য উপহার নিয়ে এল বেলুড় মঠ।

Advertisement