scorecardresearch
 
Advertisement
ধর্ম

Guru Purnima 2022 Belur Math : গুরু পূর্ণিমায় ভক্তের ঢল বেলুড় মঠে, ভিড় কেমন? দেখুন

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus howrah
  • 1/14

Guru Purnima 2022 Belur Math: গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তদের ভিড় বেলুড় মঠে। প্রতি বছরের মতো এ বারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তরা হাজির সেখানে। এদিন বেলুড় মঠে এসেছিলেন বহু মানুষ।

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus flower
  • 2/14

এই বিশেষ দিনে দূর-দূরান্ত থেকে ভক্তরা তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে, তাঁর আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। 

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus one
  • 3/14

এমনিতে সারা বছরই  নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনটাতে তাঁরা বেলুড় মঠ থেকে নিজেদের দূরে রাখতে পারেন না। 

Advertisement
Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus two
  • 4/14

যেন সরাসরি হাজির হতেই হবে। এবং সেখানে গিয়ে দীক্ষাগুরুকে প্রণাম করেন, পুজো করেন, তাঁর আশীর্বাদ নেন। 

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus three
  • 5/14

এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়। এমনিতেই সকাল সাড়ে ছ'টায় বেলুড় মঠ খোলা হয়।  

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus four
  • 6/14

করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ ব্যবস্থা করা হয়েছিল সেখানে।

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus five
  • 7/14

বুধবার সকাল ১০টা নাগাদ মহারাজরা ভক্তদের প্রণাম নেবেন ও আশীর্বাদ নেওয়ার পর্ব শুরু হয়ে যায়। 

Advertisement
Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus seven
  • 9/14

এ বছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ল বেলুড় মঠের গেটে। 

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus eight
  • 10/14

নিয়ম মতো সাদা পদ্ম ফুল এবং প্রসাদ নিয়ে তাঁরা অপেক্ষমাণ। গুরুকে দর্শন এবং প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য চলে আসেন তাঁরা। প্রণাম শেষে বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করবেন।

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus nine
  • 11/14

গত বছর অর্থাৎ ২০২১ সালে গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠ একদিনের জন্য দর্শনার্থীদের জন্য খুলে রেখেছিলেন কর্তৃপক্ষ। 

Advertisement
Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus ten
  • 12/14

সকাল সাড়ে সাতটা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি দর্শনার্থীদের জন্য খোলা ছিল বেলুড় মঠ। 

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus eleven
  • 13/14

সেবার বৃষ্টি উপেক্ষা করে তাঁর গুরুদেবের আশীর্বাদ গ্রহণের জন্য হাজির হয়েছিলেন সেখানে। 

Guru Purnima 2022 Belur Math devotees offer puja gurus twelve
  • 14/14

বৃষ্টির মধ্যেও মানুষ লাইন দিয়ে বেলুড় মঠের মন্দির দর্শন করেছিলেন। এবং সেখান থেকে সারদা মন্দির এবং তাঁর নিজেদের গুরুর সঙ্গে দেখা করে আশীর্বাদ গ্রহণ করে বাড়ি ফিরছেন মানুষ। রীতিমতো আনন্দিত যে এতদিন পর বেলুড় মঠ খুলেছে।

Advertisement