scorecardresearch
 
Advertisement
ধর্ম

Laxmi Puja 2021: ঘরে আসার জন্য তৈরি মা লক্ষ্মী, ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলিতে

আর
  • 1/7

আর একদিন পর লক্ষ্মী পুজো। দুর্গাপুজো শেষে কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। হাতে আর মাত্র একদিন সময়। 
 

লক্ষ্মী প্রতিমা
  • 2/7

লক্ষ্মী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি কুমোরটুলিতে। লক্ষ্মী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি কুমোরটুলিতে। ছোট, বড় নানান উচ্চতায় তৈরি হয়েছে মূর্তি। মায়ের সাজ, পোশাকের কাজ চলছে। নানান রকম গহনায় সাজিয়ে তোলা হচ্ছে মা লক্ষ্মীকে।
 

এ বছর
  • 3/7

এ বছর লক্ষ্মীর পুজো পড়েছে দু'দিন। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। 
 

Advertisement
মা লক্ষ্মী
  • 4/7

মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী।
 

ধন
  • 5/7

ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।
 

বাংলায়
  • 6/7

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের  শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। 
 

হিন্দু পুরাণ মতে
  • 7/7

হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী।

Advertisement