রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদিকে এটা যেমন অনেকের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা, তেমনই পরবর্তী কালে কে কী নিয়ে পড়বে, তা-ও অনেকটাই ঠিক করে দেবে এই পরীক্ষা। সেই মতো স্কুলে ভর্তি হওয়া এবং অন্যান্য ব্যবস্থা।
সোমবার থেকে শুরু হয়েছে পরীক্ষা। এখনও পর্যন্ত মোটের ওপর নির্বিঘ্নে মাধ্যমিক হয়েছে। শনিবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। কেমন হল সেই পরীক্ষা? চলুন দেখে নেওয়া যাক, সেই পরীক্ষার কিছু প্রশ্ন।
প্রশ্ন-অ্য়াড্রিনালিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো-
ক) হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে
খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
গ) হার্দ উৎপাদ বৃদ্ধি করে
ঘ) সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে
প্রশ্ন- ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হল-
ক) সেন্ট্রোমিয়ার
খ) টেলোমিয়ার
গ) নিউক্লিওলার অর্গানাইজার
ঘ) স্য়াটেলাইট
আরও পড়ুন: বালাকোট এয়ারস্ট্রাইকের সেই 'হিরো' অভিনন্দনকে বীরচক্র
প্রশ্ন- ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয়, তা শনাক্ত করো-
ক) বাহকের প্রয়োজন হয়
খ) বংশধারায় নতুন প্রজন্মের বৈশিষ্ট্যের উদ্ভব হয়
গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
ঘ) বীজের অঙ্কুরণ হার বেশি হয়
প্রশ্ন- বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রণহ করে নীচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো-
ক) গয়টার
খ) ম্যালেরিয়া
গ) থ্যালাসেমিয়া
ঘ) যক্ষ্মা
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হানা, নৌকা থেকে ঠেলে ফেলে বাঁচলেন মৎস্যজীবী
প্রশ্ন- নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও-
ক) ____ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণ পাওয়া যায়।
খ) প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ____
গ) ____ কোষবিভাজনে বেমতন্তু গঠিত হয় না।
ঘ) ____ পতঙ্গপরাগী পুষ্প
প্রশ্ন-নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো-
ক) উদ্দপীকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট অঙ্গের আবিষ্ট বক্রচলন
খ) এটি একধরনের রসস্ফীতিজনিত চলন
গ) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন
ঘ) অক্সিনের প্রভাবে ঘটে না