SBI Recruitment 2022 : স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় বড় পদে চাকরি, কী ভাবে আবেদন-শেষ তারিখ, সব তথ্য

SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-য় চাকরির দারুণ সুযোগ। সেখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার (Special Cadre Officer) নিয়োগ করা হবে। তেমনই সিদ্ধান্ত নিয়েছে ওই ব্য়াঙ্ক (SBI)।

Advertisement
SBI-তে বড় পদে চাকরি, কী ভাবে আবেদন-শেষ তারিখএসবিআই-তে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ
  • সেখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে
  • আর সে জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে

SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-য় চাকরির দারুণ সুযোগ। সেখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার (Special Cadre Officer) নিয়োগ করা হবে। তেমনই সিদ্ধান্ত নিয়েছে ওই ব্য়াঙ্ক (SBI)। আর সে জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। এসবিআই এসসিও রিক্রুটমেন্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। 

সেই প্রক্রিয়া ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল sbi.co.in। এখানে আবেদন করার শেষ দিন ২০২২ সালের ১৩ জানুয়ারি। 

আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

কোন পদে কত শূন্যস্থান

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্য়ান্ড কমিউনিকেশন)- ০৪
  • চিফ ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি)-০২
  • ম্যানেজার (এসএএমই প্রোডাক্টস)- ০৬
  • ডেপুটি ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট)- ৭

শিক্ষার যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্য়ান্ড কমিউনিকেশন) পদে আবেদনকারীর এমবিএ (মার্কেটিং) বা পিজিডিএম করা থাকতে হবে। কোনও স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই সার্টিফিকেট থাকার দরকার।

আরও পড়ুন: নলেন গুড় হুড়মুড়িয়ে ওজন কমিয়ে দেয়? বিশেষজ্ঞরা বলছেন...

ম্যানেজার (এসএএমই প্রোডাক্টস) পদের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ (মার্কেটিং) বা পিজিডিএম-এর সার্টিফিকেট লাগবে অথবা সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রি আর ফুল টাইম বিই অথবা বিটেক হতে হবে। কোন পদের জন্য কী কী শিক্ষার যোগ্যতা, তা বিস্তারিত রয়েছে নোটিফিকেশনে। 

আরও পড়ুন: সরকারি বাসে ২০ তাজা বোমা, একটু এদিক-ওদিক হলেই...

আবেদনকারীর বয়স
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্য়ান্ড কমিউনিকেশন) পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। চিফ ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি) পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

আরও পড়ুন: ব্রা ছাড়া Mia Khalifa, পরনে সবুজ প্যান্টসুট, যেন লেডি বস!

আরও পড়ুন: স্পার্ম কাউন্ট বাড়ায় আখের রস, কিডনি স্টোন সারাতেও দারুণ কাজের

অন্যদিকে, ম্যানেজার (এসএএমই প্রোডাক্টস) পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হওয়া দরকার বলে জানানো হয়েছে। ডেপুটি ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট) পদে আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর। 

Advertisement

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

সরকারি নোটিফিকেশনের জন্য এখানে ক্লিক করুন

 

POST A COMMENT
Advertisement