UPSC Interview Tricky Question : কোন দেশে চিউয়িং গাম নিষিদ্ধ? জেনে নিন উত্তর

UPSC Interview Tricky Question: তবে অনেক সময় দেখা যায় প্রার্থীরা সেগুলোর উত্তর দিতে ভুল করেন। এখানে কিছু অনুরূপ প্রশ্ন যা ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা যেতে পারে। যা থেকে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা যায় সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

Advertisement
কোন দেশে চিউয়িং গাম নিষিদ্ধ? জেনে নিন উত্তরচাকরির ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা সবচেয়ে কঠিন কাজ
  • কারণ সরকারি নিয়োগের সাক্ষাৎকারে জ্ঞানের পাশাপাশি উপস্থিতি বুদ্ধিরও পরীক্ষা করা হয়
  • ইন্টারভিউতে প্রশ্নগুলো সহজ হয়

সরকারি চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা সবচেয়ে কঠিন কাজ। কারণ সরকারি নিয়োগের সাক্ষাৎকারে জ্ঞানের পাশাপাশি উপস্থিতি বুদ্ধিরও পরীক্ষা করা হয়। ইন্টারভিউতে প্রশ্নগুলো সহজ হয়। 

তবে অনেক সময় দেখা যায় প্রার্থীরা সেগুলোর উত্তর দিতে ভুল করেন। এখানে কিছু অনুরূপ প্রশ্ন যা ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা যেতে পারে। যা থেকে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা যায় সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন: ব্যাঙ্কের থেকে বেশি সুদ, পোস্ট অফিসের এই স্কিমে রাখুন ১ হাজার টাকা

আরও পড়ুন: ডেলিভারি রুমে প্রেগন্যান্ট মহিলাকে সাহায্য করল কুকুর, সেই ছবি ভাইরাল

প্রশ্নঃ চুইংগাম কোন দেশে নিষিদ্ধ?
উত্তরঃ সিঙ্গাপুর

প্রশ্ন: একটি হাতি তার শুঁড়ে কতটুকু পানি ধরে রাখতে পারে?
উত্তরঃ ৫ লিটার।

প্রশ্নঃ টক মধু কোন দেশে পাওয়া যায়?
উত্তর - ব্রাজিল

আরও পড়ুন: Google-এ ভুলেও ব্য়াঙ্কের কাস্টমার কেয়ার নম্বর সার্চ নয়, সাবধান করল SBI

আরও পড়ুন: ঘুমপাড়ানি গুলিতে ৬ দিন পর 'বাঘবন্দি'! স্বস্তি ফিরল কুলতলিতে

প্রশ্নঃ ১ বছরে কত ঘন্টা থাকে?
উত্তর: ৮,৭৬০।

প্রশ্নঃ পৃথিবীতে কয়টি ধর্ম আছে?
উত্তর: সর্বাধিক জনপ্রিয় ৫টি ধর্ম হল হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম এবং শিখ। তবে বিশ্বে ৩০০টিরও বেশি এবং ১২টি বিশেষ ধর্ম রয়েছে।

প্রশ্ন: ১৩-১৪ শতকে ভারতীয় কৃষকরা কী চাষ করেননি?
উত্তরঃ ভুট্টা

প্রশ্নঃ স্বর্ণের বিশুদ্ধতাকে কী বলে?
উত্তরঃ ক্যারেট

আরও পড়ুন: রাস্তায় মরে পড়ে থাকা যে কোনও প্রাণী খান এই মহিলা

আরও পড়ুন: এই ৫ TATA শেয়ার ২ হাজার শতাংশ রিটার্ন দিয়েছে, দেখুন কোনগুলি 

 

POST A COMMENT
Advertisement