UPSC Recruitment 2022 : ইউপিএসসিতে একগুচ্ছ ফাটাফাটি চাকরি, প্রচুর বেতন, রইল সব তথ্য

UPSC Recruitment 2022: সরকারি চাকরির দারুণ সুযোগ। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) বিভিন্ন পদে নিয়োগ করবে। সে ব্যাপারে নোটিশ প্রকাশ করেছে।

Advertisement
UPSC-তে একগুচ্ছ ফাটাফাটি চাকরি, প্রচুর বেতন, রইল সব তথ্যইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-তে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি চাকরির দারুণ সুযোগ
  • পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) বিভিন্ন পদে নিয়োগ করবে
  • সে ব্যাপারে নোটিশ প্রকাশ করেছে

UPSC Recruitment 2022: সরকারি চাকরির দারুণ সুযোগ। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) বিভিন্ন পদে নিয়োগ করবে। সে ব্যাপারে নোটিশ প্রকাশ করেছে। তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পদের জন্য আবেদন আমন্ত্রণ জানানো শুরু করেছে। অনলাইনে আবেদন করা যাবে। 

আবেদনকারীদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার জন্য UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ upsc.gov.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 28 এপ্রিল পর্যন্ত।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ওই প্রতিষ্ঠানে 11টি পদ পূরণ করা হবে। সম্পূর্ণভাবে জমা দেওয়া অনলাইন আবেদন প্রিন্ট করার শেষ তারিখ 29 এপ্রিল, 2022 পর্যন্ত।

আরও পড়ুন: বাঁকুড়ার বড়জোড়ায় গরু বাঁধার জায়গাতেও TMC-BJP-র মধ্যে মারামারি, আহত ১২  

আরও পড়ুন: পলিসি হোল্ডাররা কম দামে পাবেন এলআইসি-র শেয়ার, কীভাবে?

আরও পড়ুন: ওজন কমাতে এই ব্যায়ামগুলো বড়সড় বিপদ আনতে পারে, সাবধান!

ইউপিএসসি-তে চাকরি ২০২২ (UPSC Recruitment 2022): শূন্যপদের সংখ্যা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (NQA): 5টি পদ

জুনিয়র টেকনিক্যাল অফিসার: 2টি পদ

লেকচারার (চীনা): 1টি পদ

সহকারী পরিচালক (ফিশিং হারবার): 1টি পদ

কম্পিউটার ও সিস্টেম বিভাগে সহকারী পরিচালক: 1টি পদ

সহকারী পরিচালক (প্রকৌশল) : ১টি পদ

আরও পড়ুন: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকার বেশি

ইউপিএসসি-তে চাকরি ২০২২ (UPSC Recruitment 2022): শিক্ষার যোগ্যতা, বয়স, বেতন কত, জেনে নিন
বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষার যোগ্যতা লাগবে। সে ব্যাপারে বিজ্ঞাপনে বিস্তারিত বলা রয়েছে। আবেদনকারীদের কাছে আর্জি, আবেদন করার আগে সে ব্যাপারে ভাল করে দেখে নিতে। একই সঙ্গে এটা মনে রাখার দরকার, প্রার্থীর বয়স, বেতন কাঠামোও আলাদা। সে ব্যাপারে সেখানে বলা রয়েছে। 

ইউপিএসসি-তে চাকরি ২০২২ (UPSC Recruitment 2022): আবেদন ফি
আবেদনকারীদের 25 টাকা ফি দিতে হবে। SBI-এর যে কোনও শাখায় নগদ অর্থ প্রেরণ করে বা SBI-এর নেট ব্যাঙ্কিং সুবিধা ব্যবহার করে বা ভিসা/মাস্টার ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে। SC/ST/PwBD/মহিলা প্রার্থীদের জন্য কোনও ফি দিতে হবে না।

Advertisement

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন।

 

POST A COMMENT
Advertisement