তবে মোদী, শাহের সফরের বিষয়ে জানানোর ফাঁকে অসমে বিজেপি ও শরিকদলগুলি কত আসন পাবে, তারও ভবিষ্যদ্বাণী করে ফেললেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, মার্চ-এপ্রিল মাসে সম্ভবত নির্বাচন হতে পারে অসমে।
বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু এবারের নির্বাচনে অসমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৬ সালের প্রথম দিনে 'নতুন দিনের আলাপ' কর্মসূচিতে হিমন্তের বক্তব্য, বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অসম থেকে তাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ অসম সরকার।
ফের একবার উত্তর-পূর্বে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার অসমে একটি অনুষ্ঠান থেকে অসমবাসীর উদ্দেশে বার্তা দিলেন শাহ।