Advertisement

Dilip Ghosh: ‘বাড়ি থেকে বেরোতে দেব না, BJP কর্মীরাই বুথ সামলাবে’, বিস্ফোরক দিলীপ

বর্ধমানের তেলিপুকুর সদরঘাট ময়দানে মর্নিংওয়াক সেরে চা চক্রে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ব্যাট, বল, রাজনীতি, ক্যারাটে সব জানি এখনো করি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন, "চিরদিনই উনি ফিকে। যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায়। উনি নিজেও বুঝতে পারছেন এখানকার জনতা আর নিচ্ছে না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না ওনার সঙ্গে"। পঞ্চায়েতে বিজেপি জিততে পারেনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত ভোটে পুলিশদের গুন্ডা দিয়ে ভোট লুট করা হয় পরের পঞ্চায়েতে দেখে নেবেন।

Advertisement
POST A COMMENT