Advertisement

Governor CV Ananda Bose: 'মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না,' ভোট-হিংসা রুখতে বার্তা রাজ্যপালের

শনিবার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে তার আগেই, অতীতে বাংলার ভোটের সময় হিংসার বিষয়টা মাথায় রেখে তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তাঁকে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে রাজ্যপাল বলেন, ভোটের প্রথমদিন থেকেই আমি মাঠে থাকব। আমার কাছে দুটি বিষয় অগ্রাধিকারে রয়েছে, সেটা হল হিংসা ও দুর্নীতির শেষ দেখা। সেটাই আমি করব আমার ক্ষমতা অনুযায়ী। আমি রাস্তায় থাকব সকাল ৬টা থেকে। পঞ্চায়েতের আগেও বলেছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না।'

Advertisement
POST A COMMENT