Advertisement

Debangshu Bhattacharya: চারদিকে 'চোর চোর' স্লোগান, ক্ষুব্ধ TMC-র দেবাংশু, কী করলেন? দেখুন

নন্দীগ্রামে চোর চোর স্লোগান দেবাংশু ভট্টাচার্যকে ঘিরে। ভোটের প্রচারে বেরিয়ে চোর চোর স্লোগানের শুনতে হল তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। বুধবার দুপুরে নন্দীগ্রামের ভেকুটিয়ায় প্রচারে এসেছিলেন দেবাংশু। টোটোতে মাইকে তখন চলছিল ‘জনগণের গর্জন’ গান। সেই সময় বিজেপির পতাকা হাতে বেশ কয়েকজন মানুষ এসে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে।

Advertisement
POST A COMMENT