Advertisement

Dilip Ghosh: 'আমি যাব আর টেনশন হবে না...আমি তো মুখ্যমন্ত্রীকেই ফলো করি', ফের বেলাগাম দিলীপ

শুক্রবার সকালে নিউটাউনে মর্নিংওয়াকে আসেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কটু কথা প্রসঙ্গে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী কে ফলো করি। বর্ধমানে বিজেপির বুথ কমিটির কর্মীদের মারধোর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিলীপ ঘোষ সেখানে যান এবং মিছিল করেন। দিলীপ ঘোষ ফিরে আসলে ফের টেনশন হয়ে এলাকায়। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন 'আমি যাব আর টেনশন হবে না। যাব কী করতে পয়সা খরচা করে'। নওশাদ সিদ্দিকীর ইউ টার্ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই সব সেটিং। শুধু ডায়লগ। লোকে এখন এদিক ওদিক তাকাচ্ছে না। গো স্ট্রেট। গো ফর বিজেপি'।

Advertisement
POST A COMMENT