scorecardresearch
 
Advertisement

Dev On Resignation: ‘এবার হয়তো নাও দাঁড়াতে পারি’, জল্পনা উড়িয়ে মন্তব্য দেবের

Dev On Resignation: ‘এবার হয়তো নাও দাঁড়াতে পারি’, জল্পনা উড়িয়ে মন্তব্য দেবের

দেব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সংসদ। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে ঘাটাল থেকে তিনি ভোটে লড়বেন কিনা তা নিয়ে। তবে এদিন লোকসভা অধিবেশন থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি আদৌ দল ছাড়ছেন না। সংসদ পদ ছাড়ছেন কিনা এই প্রশ্নের উত্তরে দেব জানান, “তোমরা যদি তোমাদের কথা আমার মুখে বসাও, কি করে হবে ? আমি দল ছাড়তে যাবই বা কেন ? আমি অন্য দলে যেতে যাবোই বা কেন ?” পাশাপাশি ইস্তফার সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। তবে তিনি এবার ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে নিশ্চয়তাও দেননি। পাশাপাশি সংসদে তাঁর বক্তৃতার ব্যাপারে তিনি জানান, “মানুষের কথা বলেছি। পদে থাকি বা না থাকি কাজ করার জন্য পথ লাগে বলে মনে করি না। ২০২৪-এ লোকসভা ভোট পুরোপুরি দিদির ওপর নির্ভর করছে। আমি সত্যিই জানি না আমি দাঁড়াব কি দাঁড়াব না। এবার হয়তো আমি নাও দাঁড়াতে পারি। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।”

Advertisement