Advertisement

Dev On Viral Audio: 'এডিট করে ফাঁসানোর চক্রান্ত', নিয়োগ-দুর্নীতির ভাইরাল অডিও নিয়ে ব্যাখ্যা দেবের

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার আগেই দেবের ভাইরাল অডিও ঘিরে বিতর্ক। ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের এক্স হ্যান্ডেল থেকে এই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়। যেখানে এক মহিলার সঙ্গে দেবের কথোপকথন রয়েছে। এই প্রসঙ্গে দেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। অডিও গুলো এডিট করে, ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। আমার মনে পড়ছে না আমি কোনও মহিলার সঙ্গে কথা বলেছি। আমি চাইনা এর মধ্যে ঢুকতে, ও ভাবে এভাবেই জিততে পারবে, দেখা যাক। আমি ওকে নিয়ে ভাবিই না।”

Advertisement
POST A COMMENT