Advertisement

Lok Sabha Election 2024: 'ওর গাড়ি পুরনো...' CPI(M) প্রার্থীকে কটাক্ষ TMC-র প্রসূনের

২০১৩ সাল থেকে তিনি এলাকার সাংসদ। তৃণমূলের টিকিটে সেবার হারিয়েছিলেন সিপিআইএম-এর শ্রীদিপ ভট্টাচার্যকে। একদা লাল দুর্গ হাওড়ায় পরিবর্তনের ধ্বজা ওড়ানো প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবারেও বেশ আত্মবিশ্বাসী। সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তবে এখনও  জানা যায়নি বিজেপির প্রার্থীর নাম। বিরোধীদের নিয়ে কথা বলতে গিয়ে বামেদেরই কটাক্ষ করলেন ফুটবলার সাংসদ।

Exclusive Interview Of Howrah TMC Candidate Prasun Banerjee

Advertisement
POST A COMMENT