ভোট পর্বে বাংলায় বেলাগাম ভাবে বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে নিজের প্রচার সূচি বাতিল করেছেন কংগ্রে নেতা রাহুল গান্ধী। সংক্রমণ যাতে আর না ছড়ায় তার জন্য বাংলায় ভোট প্রচারে আসবেন না বলে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই আবহেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও আগামী ৪৮ ঘণ্টার জন্য স্বেচ্ছায় হোম আইসোলেশনে গেলেন।
এরাজ্যে কংগ্রেসের ভোট প্রচারে অন্যতম মুখ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। গত কয়েকদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে। রাজ্যে এখনও বাকি ৩ দফার ভোট। আগামী বৃহস্পতিবার পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে প্রচারের হাইভোল্টেজ সময়ে নিজেকে সরিয়ে নিলেন অধীর চৌধুরী। জানা যাচ্ছে এই ৪৮ ঘন্টায় দলের হয়ে কোনও জনসভা বা র্যালি করবেন না তিনি। কোনও রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন না।
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রদেশ কংগ্রেস সভাপতি সভা, র্যালি করেছেন। কোন কোন প্রার্থীর মধ্যে করোনা সংক্রান্ত উপসর্গ লক্ষ্য করেছেন। তাই তাঁর মধ্যেও বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেইজন্যই একজন সচেতনশীল রাজনীতিবিদ হিসেবে নিজেকে হোম আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অধীর।
এদিকে বাংলায় চার দফা নির্বাচন হওয়ার পর রাহুল গান্ধী প্রথম প্রচারে এসেছিলেন। তারপর শেষ তিন দফাতেও তাঁর প্রচারে আসার কথা ছিল। বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে তিনি প্রচারে আসবেন বলে জানিয়েছিলেন। তাঁর ব়্যালি করার কথা ছিল দুই জেলায়। কিন্তু কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে তিনি নির্বাচনী প্রচার সূচি বাতিল করে দিয়েছেন। করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'সিম্বলিক মিটিং' করবেন । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বিভিন্ন জেলায় তাঁর যাবতীয় কর্মসূচির সময়ও কমিয়ে ফেলছেন।