scorecardresearch
 

ভোট মিটতেই হিংসা পাহাড়ে, সংঘর্ষে গুরুং-তামাং পন্থীরা

গত ১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোট হয়েছে দার্জিলিং-এর ৫টি কেন্দ্রেই। যার মধ্যে ছিল পাহাড়ের ৩টি কেন্দ্রও। এবারের ভোটে শান্তই ছিল পাহাড়। নির্বিঘ্নেই হয়েছে গোটা নির্বাচন পর্ব। প্রচার পর্ব তো বটেই ভোটের দিনও আসেনি কোনও হিংসার খবর। কিন্তু নির্বাচন মিটতেই অশান্ত পাহাড়। বিমন গুরুংপন্থী মোর্চা সমর্থকদের সঙ্গে বিনয় তামাংপন্থী মোর্চা সমর্থকদের ঝামেলার খবর পাওয়া যাচ্ছে। যাতে দুই পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেই খবর।

Advertisement
মুখোমুখি সংঘর্ষে  গুরুং-তামাং পন্থীরা মুখোমুখি সংঘর্ষে গুরুং-তামাং পন্থীরা
হাইলাইটস
  • নির্বাচন পর্বে অশান্তির খবর ছিল না পাহাড়ে
  • কিন্তু ভোট মিটতেই সংঘর্ষ
  • মুখোমুখি সংঘর্ষে গুরুং-তামাং পন্থীরা

গত ১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোট হয়েছে দার্জিলিং-এর ৫টি কেন্দ্রেই। যার মধ্যে ছিল পাহাড়ের ৩টি কেন্দ্রও। এবারের ভোটে শান্তই ছিল পাহাড়। নির্বিঘ্নেই হয়েছে গোটা নির্বাচন পর্ব। প্রচার পর্ব তো বটেই ভোটের দিনও আসেনি কোনও হিংসার খবর। কিন্তু নির্বাচন মিটতেই অশান্ত পাহাড়। বিমন গুরুংপন্থী মোর্চা সমর্থকদের সঙ্গে বিনয় তামাংপন্থী মোর্চা সমর্থকদের ঝামেলার খবর পাওয়া যাচ্ছে। যাতে দুই পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেই খবর।

নন্দীগ্রামের নগেন্দ্রনাথ এবার বীরভূমে কেন? কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন TMC-র

সোমবার রাত আটটা নাগাদ বিমল গুরুং-এর কনভয় মুন্ডা টি গার্ডেন থেকে ফিরছিল। সেই সময় গোর্খা জনমুক্তি মোর্চার দ্বিতীয় শাখা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মহেন্দ্র প্রধান তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করতে ওই পথ দিয়েই যাচ্ছিলেন।  সোনাদা রেলওয়ে স্টেশনের কাছে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুংপন্থীদের সঙ্গে বিমল তামাংপন্থীদের ঝামেলা বাঁধে। এই সংঘর্ষে দুই তরফের কর্মীরাই আহত হন। তাঁদের সোনাদা হেলথ সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে কয়েকজনকে দার্জিলিং হাসপাতালে পাঠান হয়।

EXCLUSIVE: 'চণ্ডীপাঠটা বড় দেরিতে করেছেন মমতা', খোলামেলা শাহ

এদিনের সংঘর্ষের ঘটনায় দুই তরফই সোনাদা পুলিশ স্টশেনে এফআইআর দায়ের করেছে। জানা যাচ্ছে মহেন্দ্র প্রধানও সংঘর্ষে আহত হয়েছেন। এবারে পাহাড়ের ভোটে বিমল তামাং ও বিমল গুরুং দুই তরফই প্রার্থী দিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন করেছে। পাহাড়ে প্রচারের শেষদিন একসঙ্গে সমাবেশ করেছে তৃণমূল ও গুরুং পন্থীরা। এই আবহে পাহাড়ের ৩টি আসনে আলাদা প্রার্থী দিয়েিল গেরুয়া শিবিরও। বিজেপিকে সমর্থন করে জিএনএলএফ। 


 

Advertisement