Omicron COVID Variant: ওমিক্রণ (Omicron COVID Variant) আতঙ্ক। ঝুঁকি এড়াতে আগেভাগে দরজা বন্ধ করল সিকিম। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি স্বভাবিক হতেই এবার নতুন আতঙ্ক ওমিক্রণ (Omicron COVID Variant)-এর!
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার মেনুতে 'হালাল মাংস' নিয়ে বিতর্ক, কী জিনিস সেটা?
আর তাই সংক্রম রুখতে ঝুঁকি না নিয়ে আগেভাগেই বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সিকিম সরকার (Sikkim Government)।
আরও পড়ুন: BJP-র বাম-দশা! ৪-এর মধ্য়ে ৩ আসনে জামানত খোয়াল পদ্ম
সিকিম সরকার (Sikkim Government)-এর স্বরাষ্ট্র দপ্তরের তরফে ৩০ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এবং ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটনে বড় ধাক্কা মনে করছে পর্যটন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: মিছিলে BJP-র রূপা-অনিন্দ্য কেন? শতরূপকে তিরস্কার করল CPIM
করোনার কারনে দীর্ঘদিন এমনিতেই উত্তরবঙ্গের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছিল উত্তরের পর্যটন শিল্প।
তবে আবার নতুন করে করোনার ওমিক্রণ (Omicron COVID Variant) প্রজাতির আতঙ্কে ক্ষতির মুখে পড়তে পারে উত্তরের এই ধোঁয়াহীন শিল্প। এমনিতেই এই সময়টা উত্তরবঙ্গ এবং সিকিমে পর্যটনের মরশুম।
উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের পর্যটন সার্কিট মিলিয়ে প্রায় আট থেকে দশ শতাংশ বিদেশি পর্যটকরা এসে থাকেন।
তবে এই ভরা পর্যটন মরশুমে বিশ্বজুড়ে করোনার ওমিক্রণ ভ্যারিয়ান্টের আতঙ্ক দেখা দিতেই ঝুঁকি এড়াতে আগেভাগে বিদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সিকিম সরকার।
ইতিমধ্যে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে সিকিমের স্বরাষ্ট্র দপ্তর (Sikkim Government)। আর এতে উত্তরবঙ্গ সহ সিকিমের পর্যটনে বড়সড় ধাক্কা বলে মনে করছে পর্যটন ব্যবসায়ী মহল।
ভরা পর্যটন মরশুমে সিকিমে এই মুহুর্তে উত্তর আমেরিকা, ডাচ, ইউক্রেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ আরও বিভিন্ন দেশের পর্যটকরা রয়েছেন। ওই নির্দেশিকা জারি হতেই তাদেরও ধীরে ধীরে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে সেরকম কোন নিষেধাজ্ঞা থাকছে না বলেই জানা গিয়েছে।
সিকিম সরকারের তরফে খবর ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে করোনার দুটো ডোজ অথবা একটি ডোজের সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে করে থাকা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট জমা দিলেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাড়পত্র।
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এমনিতেই করোনার কারণে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে অনেকটাই ক্ষতি হয়েছে। তার ওপর আবার নতুন ভেরিয়ান্ট (Omicron COVID Variant)-এর আতঙ্ক। তবে এটা একটা বড় ধাক্কা বটে। কিন্তু মানুষের স্বার্থে ওই সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।