scorecardresearch
 

ঝাড়ে বংশে বাড়ছে ইলিশ সংসার, পরিবারে এল প্রায় ৪০ হাজার ৩২০ কোটি খোকা

২২ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা থাকার সুফল পাচ্ছে নদী। গঙ্গা হোক কিংবা পদ্মা, ইলিশ বাড়ছে সংখ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে ইলিশ বাড়তে পারে কয়েকগুণ।

Advertisement
ছবি-গেটি ইমেজ ছবি-গেটি ইমেজ
হাইলাইটস
  • ইলিশের প্রজনন হয়েছে দেদার
  • প্রচুর ডিম পেড়েছে ইলিশ
  • ভালো পরিমাণ মাছের আশা

মাছ ধরায় এক মাস নিষেধাজ্ঞা ফল দিতে শুরু করেছে। প্রজনন মরশুমে ৩৯ হাজার ৩০০ কোটি খোকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছে। যা গত বছরের তুলনায় ১ হাজার ৪৬০ কোটি বেশি বলে বাংলাদেশ-এর সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে। যাতে আগামী মরশুমে ইলিশ-এর পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

রিপোর্টে প্রকাশ তথ্য

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ইয়াহিয়া মাহমুদের একটি চিঠিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, প্রচুর পরিমাণে ইলিশের খোকা জন্মানোর কারণে তা বাড়তে দিলে আগামী মরশুমে ইলিশের ঘাটতি থাকবে না।

২২ দিনেই সাফল্য

রিপোর্টে জানানো হয়েছে, দেশের ইলিশ উন্নয়নে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর দেশব্যাপী ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ছিল। নিষিদ্ধকালে মা ইলিশের প্রজননে সাফল্যের উপর ইন্সস্টিটিউটের চাঁদপুরের নদীকেন্দ্র থেকে পরিচালিত গবেষণা ফলাফল নিয়ে প্রতিবেদনে পাঠানো হয়েছে।

৪০ হাজার ৩০০ কোটি ইলিশ হবে

প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রজনন মরশুমে অর্থাৎ ৪ থেকে ২৫ অক্টোবর ৫১.৭৬ শতাংশ ইলিশ সম্পূর্ণরূপে ডিম ছেড়েছে। এর মধ্য়ে ১০ শতাংশই মাত্র বাঁচবে। সেই হিসেবে চলতি মরশুমে ৩৯ হাজার ৩১০ কোটি ইলিশ পরিবারে যুক্ত হয়েছে।

ইলিশ বেড়েছে কয়েক গুণ

গত বছর প্রজননের সাকসেস রেট ছিল ৫১.২ শতাংশ এবং ৩৭ হাজার ৮৫০ কোটি খোকা, ইলিশ পরিবারে যুক্ত হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে চলতি প্রজনন মরশুমে অতিরিক্ত ১ হাজার ৪৬০ কোটি খোকা ইলিশ যুক্ত হয়েছে।

 

Advertisement