scorecardresearch
 

Happy Rath Yatra 2021: জয় জগন্নাথ! WhatsApp, Facebook, Instagram, Twitter-এ জানান রথযাত্রার উইশ বার্তা

প্রিয়জনেদের রথযাত্রার (Rath Yatra 2021) শুভেচ্ছা বার্তা পাঠান সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা শেয়ার করতে পারেন আপনি। 

Advertisement
ভার্চুয়াল মাধ্যমে সকলকে জানান রথযাত্রা ২০২১-র শুভেচ্ছা ভার্চুয়াল মাধ্যমে সকলকে জানান রথযাত্রা ২০২১-র শুভেচ্ছা
হাইলাইটস
  • সারা বছর চলতে থাকা একাধিক উৎসবের মধ্যে রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • গত এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মতো, করোনা ছন্দপতন ঘটিয়েছে রথযাত্রারও।
  • তাই প্রিয়জনেদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা পাঠান সামাজিক মাধ্যমের সাহায্যে।

ভারত উৎসব প্রধান দেশে। সারা বছর চলতে থাকা একাধিক উৎসবের মধ্যে রথযাত্রা (Rath Yatra) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। করোনা অতিমারী (Covid 19 Pandemic) গত এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মতো ছন্দপতন ঘটিয়েছে রথযাত্রারও। এবারও বন্ধ পুরীর রথযাত্রা (Puri Rath Yatra)। তবে ভক্ত সমাবেশ না হলেও, নিষ্ঠা করে পালন করা হবে নিয়মকানুন। 

প্রিয়জনেদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা পাঠান সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া পেজে কী ভার্চুয়াল বার্তা শেয়ার করতে পারেন আপনি। 

Happy Rath Yatra 2021রথযাত্রা

আরও পড়ুন:  রথের রঙ থেকে নাম সব হয় নির্দিষ্ট রীতি মেনেই! পুরীর রথযাত্রার অজানা তথ্য 

রথযাত্রার ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস (Rath Yatra 2021 Status & Messages)

* মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুন। রথযাত্রার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ও অভিনন্দন!

* "নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে। বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ ।" রথযাত্রার অভিনন্দন ও শুভ কামনা। জয় জগন্নাথ!

* পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ,অভিনন্দন ও ভালোবাসা। 

Happy Rath Yatra 2021রথযাত্রা

* রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সঙ্গে আপনার ভাগ্যের চাকা ও ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধির পথে! মহাপ্রভু জগন্নাথ সহায়! 

* কেটে যাক সব অন্ধকারময় দিন। শুভ হোক সব!  শুভ রথযাত্রা আপনার ও আপনার পরিবারকে। 

Advertisement

* যে জগন্নাথ, তুমি সকলের মনের আশা পূরণ করে আলোময় করে দাও ভুবন ভরে। জয় জগন্নাথ! 

*  জগন্নাথ হলেন রূপের জ্যোতি। জগৎ সংসারে রূপের মূরতি। দুঃখী তাপি পার করতে এসেছেন ভক্তের টানে পৃথিবীতে। শুভ রথযাত্রা!

Happy Rath Yatra 2021রথযাত্রা

আরও পড়ুন: কেন হয় রথযাত্রা? জানুন জগন্নাথধাম পুরী ঘিরে থাকা আসল কাহিনী 

* প্রভ্য কৃপাময় তুমি, তোমার মনের কথা বলি। দূর করে দাও সকল ব্যথা। নিয়ে চলো আনন্দ যেথা। সকলকে রথযাত্রার শুভেচ্ছা!   

* রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল হোক সকলের! 

* রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভাল কাটুক সবার। শুভ রথযাত্রা!

jagannath mahaprabhu rath yatra 2021

* এই পবিত্র তিথিতে মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অটুট মেলবন্ধন গড়ে উঠুক। রথযাত্রার শুভেচ্ছা! 

* "জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে"! রথযাত্রার পূণ্য লগ্নে সকলকে জানাই শুভেচ্ছা। জয় জগন্নাথ! 

Happy Rath Yatra 2021রথযাত্রা

আরও পড়ুন: মুচমুচে, সুস্বাদু জিবে গজা এবার বাড়িতেই! জানুন সহজ রেসিপি 

রথযাত্রা উপলক্ষে, পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। জগন্নাথ, শুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয়। যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। এটা বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় প্রতি বছর। এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালাও মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। তবে গত বছর থেকে এই সব কিছুর আনন্দ - উদযাপনেই ভাঁটা পড়েছে। 

  

Advertisement