Advertisement
স্পেশাল

পেট খারাপ ও বমি, রহস্যময় অসুখে আক্রান্ত হচ্ছে কুকুর

  • 1/8

মানব সমাজে আতঙ্কের নাম হয়ে গিয়েছে করোনাভাইরাস। গোটা দুনিয়া আক্রান্ত। এবার সারমেয়দের রহস্যময় অসুখ ধরা পড়ল। সমুদ্রের ধারে সকাল বা সন্ধেয় হাঁটাচলার পর অসুস্থ হচ্ছে কুকুর। সাধারণ মানুষের বক্তব্য, বমি ও ডায়রিয়া হচ্ছে পোষ্যদের। কী কারণে এমন উপসর্গ দেখা দিচ্ছে তা স্পষ্ট নয়। ঘটনা উত্তর ইংল্যান্ডের। 

  • 2/8

ব্রিটিশ ভেটেনারি অ্যাসোসিয়েশন জানিয়েছে, জীবাণুর প্রাদুর্ভাব হয়েছে। ইয়র্কশায়ার ও উত্তর-পূর্বে এই ধরনের রহস্যময় রোগ বেশি দেখা যাচ্ছে। সমুদ্রের কিনারায় যে কুকুরগুলি হাঁটাচলা করেছে তাদেরই রোগ হচ্ছে বলে প্রথমে মনে হয়েছিল। তবে সেটা ঠিক নয়। অন্য জায়গার কুকুরও আক্রান্ত হয়েছে। 

  • 3/8

উপসর্গ এখনও পর্যন্ত মৃদু। তবে কয়েকটিকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকদের কাছে। এর আগেও এই ধরনের রোগের খবর মিলেছিল। এবার ১২ জানুয়ারি থেকে আক্রান্ত হতে শুরু করেছে পোষ্যরা। 

Advertisement
  • 4/8

শেফিল্ডে সমুদ্রতটে কুকুরদের হাঁটাচলা করতে নিয়ে যাওয়া হয়। এক চতুর্থাংশ কুকুরই রহস্যময় রোগে আক্রান্ত। কিন্তু কীভাবে সংক্রামিত হচ্ছে তারা, সেটা স্পষ্ট নয়। বেশিরভাগ কুকুরের মৃদু উপসর্গ দেখা গিয়েছে। তবে অনেকের অবস্থা খারাপ হয়েছিল। তাদের পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। 

  • 5/8

লিডসের বাসিন্দা হেলেন রিড জানিয়েছেন, তাঁর তিন বছরের স্প্যানিয়ল কুকুরের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। পেট খারাপ হয়েছিল তার। প্রথমে ভেবেছিলেন করোনা সংক্রমণ হয়েছে তার। পোষ্যকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। 

  • 6/8

লিডসের পশু চিকিৎসকদের মতে, রহস্যময় রোগে আক্রান্ত কুকুরের সংখ্যা বাড়ছে। প্রতিদিন ২-৩টি করে কুকুর সংক্রামিত হওয়ার খবর মিলছে। তবে ওষুধ দিলে সুস্থ হয়ে উঠছে তারা। ভর্তি করার দরকার পড়ছে না। 

  • 7/8

বিভিএ-র সভাপতি জাস্টিন শ্যান্টন জানান, কী কারণে সংক্রমণ হচ্ছে, সেটা এখনও বলা সম্ভব হচ্ছে না। সমুদ্রতটের কাছাকাছি থাকা কুকুররা বেশি আক্রান্ত হচ্ছে। পরে অন্য এলাকা থেকেও সংক্রমণের খবর এসেছে। প্রতিদিনই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

Advertisement
  • 8/8

শ্যান্টন জানিয়েছেন, কয়েকটি কুকুরকে হাসপাতালে ভর্তি করে ড্রিপ লাগানো হয়েছে। বেশিরভাগই ওষুধ দিলে ঠিক যাচ্ছে। মরসুমি সংক্রমণও হতে পারে। দু'বছর আগেও এমনটা দেখা গিয়েছিল। আপাতত রোগের খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের পশু বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। 

Advertisement