Advertisement

East Bengal Victory: 'এরপর মোহনবাগান হুঁশিয়ার... আমরা জিতব তোমরা হারবে' ডার্বি জিতে হুঙ্কার মহানাগরিক ফিরহাদের

লাল-হলুদ জার্সিতেই ওদের চোখ ঝলসে গিয়েছে। সেখান থেকেই গোল খেতে হয়েছে মোহনবাগানকে। ইস্টবেঙ্গল সমর্থক মহানাগরিক ফিরহাদ হাকিম ডার্বিতে বৃষ্টিস্নাত যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন। ‘মোহনবাগান, আমরা ফিরে এসেছি। যেখানেই দেখব আবার মারব। লাল হলুদ ধাধায় মোহনবাগানের চোখ ঝলসে গিয়েছে।‘ ফিরহাদ হাকিমের এই বক্তব্য ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের উৎসবকে অন্য মাত্রা দিয়ে দিল।

Advertisement
POST A COMMENT