Advertisement

অলিম্পিক

বক্সিং ফেডারেশনের কর্তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, IOA-ড় দারস্থ লভলিনা

বক্সিং ফেডারেশনের কর্তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, IOA-ড় দারস্থ লভলিনা

07 Aug 2025

মারাত্মক অভিযোগ আনলেন টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতা বক্সার লভলিনা বোরগোহাই। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (BFI)  কর্নেল অরুণ মালিকের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য এবং অপমানের গুরুতর অভিযোগ করেছেন তিনি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)-এর প্যানেল বিষয়টি তদন্ত করছে এবং শীঘ্রই একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর একজন কর্মকর্তা।

Advertisement