ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ সজোরে আছড়ে পড়েছে। বিগত কয়েকদিনে গোটা দেশজুড়ে কমপক্ষে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে সমানতালে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালে শয্যার সংখ্যাও দিনে দিনে কমে আসছে। অন্যদিকে অক্সিজেনের প্রচন্ড অভাব দেখতে পাওয়া যাচ্ছে। (ছবি - পিটিআই)
ভারত যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেজন্য পাকিস্তানেও আরোগ্য কামনা করা হচ্ছে। পাকিস্তানের নেতা এবং ক্রিকেটাররা ভারতের জন্য আরোগ্য কামনা করে যাচ্ছেন। ক্রিকেটার বাবর আজ়ম মঙ্গলবার একটা টুইট করেছেন এবং জানিয়েছেন যে এটা সম্প্রীতি দেখানোর সময়।
তিনি লিখেছেন, "এই কঠিন সময়ে আমরা প্রত্যেকেই ভারতের জন্য প্রার্থনা করছি। এটা সম্প্রীতি দেখানোর এবং একসঙ্গে প্রার্থনা করার সময়। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি যে তাঁরা যে কোভিড বিধি যথাযথভাবে পালন করেন। এটা আমাদের সুরক্ষার জন্য অত্যন্ত দরকার। আমরা একত্রিত হয়ে এই কাজটা করতেই পারি।"
Prayers with the people of India in these catastrophic times. It's time to show solidarity and pray together. I also request all the people out there to strictly follow SOPs, as it's for our safety only. Together we can do it. #StayStrong pic.twitter.com/YCLb13ITlO
— Babar Azam (@babarazam258) April 26, 2021
বাবর আজ়মের আগে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারও ভারতের জন্য প্রার্থনা করেছিলেন। তাঁর আশা ছিল, শীঘ্রই ভারতের এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তিনি টুইট করে জানান, ভারতীয়দের জন্য আমি প্রার্থনা করছি। আশা করছি, এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। ভারতীয় সরকার এই কঠিন পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পারবেন। এই সময় আমরা প্রত্যেকেই পাশে রয়েছি। তিনি এই টুইটের সঙ্গেই ইন্ডিয়া নিডস অক্সিজেন, ইন্ডিয়া ফাইটস কোভিজ১৯ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
ভারতের এই বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তিনি লিখেছেন, "কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ভারতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাচ্ছি। আমার প্রতিবেশী দেশ এবং গোটা বিশ্বে যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছি। এই বৈশ্বিক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে এবং মানবিকতাকে বাঁচাতে আমাদের সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে।"
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে ভারত আপাতত করোনা মহামারীর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রত্যেকদিন করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ভেঙেই চলেছে। মঙ্গলবার একটা পরিসংখ্যানে দেখা গেছে, গোটা দেশে ৩.২৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং তারমধ্যে ২,৭৭১ জন মারা গেছেন। (ছবি - পিটিআই)