ইতিমধ্যেই টার্মশিটে সই করবে না বলে জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের ২৪ সদস্যের দল। শতবর্ষের ক্লাব সত্যি আর আইএসএলের মতো টুর্নামেন্টে খেলতে পারবে কী না সেই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। চলছে বিভিন্ন জল্পনা। তাহলে কী আর স্পোর্টিং রাইটস ফেরত পাবে না ক্লাব! আর সেই নিয়েই এবার নিজেদের আন্দোলন আরও দৃঢ় করল একদল ইস্টবেঙ্গল সমর্থক।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইস্টবেঙ্গল ক্লাবের দুই সমর্থক দল ইস্টবেঙ্গল আলট্রাজ ও ইবিআরপি। এবার তারাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ক্লাবের সামনে প্রতিবাদের অন্যতম ছবিগুলি। ইস্টবেঙ্গল আলট্রাজের বেশ কিছুদিন ধরেই রাজা এবার গোদি ছাড়ো আন্দোলন চলছিল। কারণ তাঁদের দাবি ছিল ক্লাবকে ফের একবার খেলার মাঠে দেখার। তবে সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।
TRESSPASSERS WILL BE PROSECUTED!!!#NituOut pic.twitter.com/kf9fPqAaa9
— EAST BENGAL the REAL POWER (EBRP)❤💛 (@EBRPFC) July 17, 2021
একটি চিঠিতে দুদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা জানিয়ে দিয়েছেন যে কোনওভাবেই ইনভেস্টরদের টার্মশিট-চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। কারণ সেটা করলে নাকি সব কিছুই হাতছাড়া হয়ে যাবে। আবার অন্যদিকে, যদি কোনওভাবে স্পোর্টিং রাইটস না পায় ক্লাব। তাহলে ফের সবরকমের খেলাই বন্ধ হয়ে যেতে পারে লাল-হলুদ ক্লাবের। ফলে এবার সই করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে আবেদন করতে আরও দৃঢ় আন্দোলনে নামছে একদল সমর্থক।
ইতিমধ্যেই ময়দানে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর বাইরে পোস্টার পরে গিয়েছে রবিবার সকাল থেকে। যেখানে ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার (নীতু সরকারের) বিরুদ্ধে পোস্টার ও লেখা করা হয়েছে ক্লাবের বাইরে। যেখানে লেখা আছে 'নীতু আউট'- 'Nitu Out'।
শুধু তাই নয় 'Sign & Resign'। সই করো ও ক্লাব ছাড়ো এমনটাই এবার লেখা ও পোস্টার দেওয়া হয়েছে ক্লাবের বাইরে। একই সঙ্গে লেখা হয়েছে নীতু এবার ছাড়ো গদি। পাশাপাশি পোস্টারে লেখা হয়েছে, ''বাঙাল রাগের ভীষণ ঝড়ে, এবার নীতু বাঁচবি নারে!'' শুধু এই আন্দোলনই নয় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয় নিয়ে আবেদন জানিয়েছেন সমর্থকেরা।
Our letter to CM!
— #𝙍𝙖𝙟𝙖𝙀𝙗𝙖𝙧𝘾𝙝𝙖𝙧𝙤𝙂𝙤𝙙𝙞 🔴🟡✊ (@ebultras1920) May 29, 2021
Honorable CM @MamataOfficial, we request you to please resolve the issue between @sc_eastbengal and @shreecementltd ! Millions of #EastBengal fans are suffering due to this.#JoyEastBengal#BangalBrigade#EastBengalUltras#RajaEbarCharoGodi 🔴🟡✊ pic.twitter.com/vaCTz7mTv7
শুধু তাই নয়, এই ইস্টবেঙ্গল ক্লাবের বাইরে এমন আন্দোলন ও এই সমস্ত কার্যকলাপ ক্লাবকে বাঁচানোর জন্যই বলে দাবি করছেন সমর্থকরা। তাঁদের দাবি এই ক্লাবকে বাঁচিয়ে রাখা ও ক্লাবের খেলাধুলোকে স্বচল রাখা। সেই কারণে আরও বৃহত্তম আন্দোলনে নামতে চলেছে ক্লাবের সমর্থকরা।
১০১ বছরে যখন ক্লাবের খেলাধুলো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ক্লাবে। সেখানেই ২১ জুলাই অর্থাত বুধবার ক্লাব তাঁবুর সামনে আরও বড় আকাড়ে আন্দোলনে নামতে চলেছে ইস্টবেঙ্গলের সদস্যেরা। এই প্রতিবাদে আরও সমর্থকদের ডাকা হয়েছে। সেখানেই ক্লাব বাঁচানোর লড়াইতে নামবেন তাঁরা, এমনটাই দাবি ক্লাবের অনুরাগীদের।
ছবির সৌজন্য- ফেসবুক